Posts

Showing posts from October 24, 2016

কি কারনে স্মার্টফোন অত্যাধিক গরম হয়? বিস্তারিত সহ প্রতিকারগুলো জেনে নিন।

Image
আজকাল প্রায় সবধরনের ফোন এ, সে ফোন Android হোক আর Apple হোক আর উইন্ডোজ ফোন হোক কিংবা সস্তা বা দামী। একটি সমস্যা কিন্তু লেগেই থাকে, তা হলো অত্তাধিক গরম হওয়া। আপনার ফোন এর সাথে যদি এমনই কোনো সমস্যা ঘটে থাকে তবে আজকের এই পোস্টটি আপনার জন্যই। আজ আমি বেশ কিছু বিষয়ে আলোচনা করবো, যেমনঃ কেনো স্মার্টফোন অত্যাধিক গরম হয়? স্মার্টফোন গরম হওয়াটা কি স্বাভাবিক? এবং অত্তাধিক গরম হওয়া থেকে আপনার স্মার্টফোনটিকে কীভাবে রক্ষা করবেন? স্মার্টফোন অত্যাধিক গরম হওয়ার কারন সমূহ   দেখুন যদি গরম হওয়ার কথা বলি তবে বলতেই হয় যে প্রতিটি ইলেক্ট্রনিক যন্ত্রপাতি বা মেশিন ই গরম হয়। উদাহরণ সরূপ আপনার গাড়ি, কম্পিউটার ইত্যাদি সব কিছুই গরম হওয়া থেকে বিরত নয়। গাড়ি ঠাণ্ডা রাখতে পানি ঢালা হয়, কম্পিউটার ঠাণ্ডা রাখতে ফ্যান ব্যবহার করা হয় তাছাড়া এর ভেতর HeatSheild থাকে। তো আসলে বলতে পারেন স্বাভাবিক ভাবে স্মার্টফোন একটি ইলেক্ট্রনিক যন্ত্র হওয়ার কারনে এটি গরম হয়। তারপরও আমি আপনাদের সব কিছু খুলে বলবো। তো চলুন জেনে নেয় স্মার্টফোন অত্যাধিক গরম হওয়ার কারন সমূহ। প্রসেসরঃ  স্মার্টফোন গরম হওয়ার জন্য প্রথম যে দায়ী তা হলো প্রসেসর। প্রস

ফেসবুক সহ যে কোন একাউন্ট এবার হ্যাক হবেই খুব সহজে আপনি না পারলে আপনার ব্যার্থতা !! Screenshot সহ ।

Image
আমার আজকের লিখাটি হরো হ্যাকিং নিয়ে। শুরুতে বলে রাখি আমি কোন প্রপেশনালতো দূরের কথা প্রপেশনালদের ধারে কাছেরও কোন হ্যাকার নই। তাই আমার হ্যাকিং বিষয়ের  লিখাটিও হবে একটু সাধারণ মানের তবে খুবি কার্যকরী। আজকের বিষয়টি শুধু যারা আপনার পিসিতে কোন একাউন্ট লগইন করবে তাদের একাউন্ট হ্যাক করার বিষয়ে। তার জন্য লাগবে মজিলা ফায়ারফক্স আর একটি এড-অন্স। মোটামুটি আমরা সবাই ফায়ারফক্স ইউজ করি সুতার ওটার কথা আর বলা লাগবেনা আশা করি। সর্বপ্রথম এড-অন্সটি সেট করে নিন। তার জন্য  এখানে ক্লিক করুন  নিচের মত  দেখবেন.......................... এবার আপনি লাল দাগ দিয়ে চিহ্ণিত 2.6.0 তে ক্লিক করে selenium IDE নামের এড-অন্সটি সেট করে নিন। এডঅন্সটি সেট করার পর ব্রাউজার রিস্টার্ট চাইবে তাই ব্রাউজারটি রিস্টার্ট দিয়ে দিন। তারপর ব্রাউজারের মেনুবার থেকে টুলস এ গিয়ে selenium IDE অপেন করুন। বুঝার জন্য নিচে দেখুন................................ selenium IDE অপেন করলে নিচের মত দেখবেন................................. এবার আপনি লাল দাগ দেওয়া চিহ্ণত জায়গায় ক্লিক করে ডান পাশে নীল দাগ দেওয়া চিহ্ণিত জায়গায় ক্লিক করে মিনিমাইজ করে