Posts

Showing posts from August 3, 2016

মাত্র তিনটি Click করেই আপনার ফোনকে Root করুন (Full Screenshot Post)

Image
আজকে আপনাদের এমন একটি Apps দিব যেটা দিয়ে আপনি খুব সহজেই (মাত্র তিনটি ক্লিকেই Root) আপনার ফোনকে Root করতে পারবেন Apps টা Download দিয়ে নিছের Screenshot দেখুন Download Now যেভাবে Screenshot দেয়া আছে সেভাবেই কাজ করুন . যদি কোন সমস্যা হয় তাহলে  আমাকে comment দিয়েন

এখনো বিনামূল্যে আপগ্রেড করা যাবে Windows 10

Image
বিনামূল্যে উইন্ডোজ ১০ অপারেটিং সিস্টেম আপগ্রেডের সময়সীমা পার হয়ে গেছে ২৯ জুলাই। কিন্তু এখনো যে কেউ চাইলে বিনামূল্যে মাইক্রোসফটের এই অপারেটিং সিস্টেম আপগ্রেড করে নিতে পারবেন। যারা পূর্ববর্তী উইন্ডোজের ‘অ্যাসিস্টিভ টেকনোলজি’ ব্যবহার করেন তাদের জন্য বিনামূল্যে উইন্ডোজ ১০ আপগ্রেডের সময়সীমা বাড়ানো হয়েছে বলে জানিয়েছে মাইক্রোসফট। বিশেষ ব্যবহারকারীদের জন্য চালু করা হলেও এই অফার যে কেউ উপভোগ করতে পারবেন বলেও জানিয়েছে মার্কিন সফটওয়্যার জায়ান্ট প্রতিষ্ঠানটি। এনডিটির প্রতিবেদনে প্রকাশ, সাধারণ ব্যবহারকারীদের জন্য উইন্ডোজ ১০ বিনামূল্যে আপগ্রেডের সময়সীমা গত সপ্তাহে শেষ হয়েছে। কিন্তু কেউ যদি উইন্ডোজ ৭ বা উইন্ডোজ ৮.১ ব্যবহার করেন তবে মাইক্রোসফটের ওয়েবসাইট থেকে ৬ মেগাবাইট আকারের সাধারণ সেটআপ ফাইল ডাউনলোড করতে পারবেন। আর তা ডাউনলোড হলে স্বয়ংক্রিয়ভাবেই ইনস্টল হয়ে যাবে। সূত্রের খবরে আরও প্রকাশ, মাইক্রোসফটের আগের সংস্করণগুলোর উইন্ডোজে কোনো ব্যবহারকারী ‘অ্যাসিস্টিভ টেকনোলজি’ ব্যবহার করতেন কিনা তা জানতে ওই সংস্করণগুলোতে প্রবেশ করতে হবে। কিন্তু প্রবেশের জন্য কোনো নির

এবার আপনা Home Screen এ নিজের ইচ্ছামত অক্ষর আঁকলেই সেই অ্যাপ ওপেন হয়ে যাবে।

Image
আজ আমি আপনাদের সাথে এমন একটি অ্যাপ শেয়ার করতে এসেছি যে অ্যাপের ফিচারগুলো সবাইকে মুগ্ধ করবেmo। একেবারে Latest Verson। অ্যাপটির মাধ্যমে আপনি যেকোন অ্যাপ অপেন করা, ক্যামেরা অপেন করা,সরাসরি কাউকে কল বা মেসেজ করা,ব্রাইটনেস বাড়ানো কমানো,ফোন আনলক সহ আরো অনেক কিছু করতে পারবেন শুধু Gesture এর মাধ্যমে!!!!অর্থাৎ আপনি যে অ্যাপ যে অক্ষর দিয়ে সেভ করবেন, সেই অক্ষর স্ক্রিনে আঁকলেই সেই অ্যাপ টি অপেন হবে আরেকটু ক্লিয়ার করি!মনে করুন আপনি Gallery অ্যাপটিকে নিজের হাতে “G”অক্ষর এঁকে সেভ করেছেন বা ব্যক্তিগত কাউকে সরাসরি কল বা মেসেজের জন্য তার নম্বরের সাথে “F”অক্ষর দিয়ে সেভ করে রেখেছেন। এখন আপনি অপেরা মিনিতে আছেন!কিন্তু আপনার তাকে কল করা বা গ্যালারী অপেন করা জরুরী হয়ে পরলো! সেক্ষেত্রে সেই অপেরা মিনিতে থেকেই হাত দিয়ে F আঁকলেই তার নম্বরে কল চলে যাবে!! আপনাকে ডায়াল প্যাডে যেতেই হবেনা!!মজার ব্যাপার হচ্ছে এভাবে আপনি সকল অ্যাপের ই জেশ্চার সেভ করে রাখতে পারবেন!ভাবছেন জেশ্চার ভুলে গেলে কি করবেন? আপনি একটি অ্যাপ ই এক্টিভ করার সময় পাঁচবার জেশ্চার দিয়ে সেভ করার সুযোগ পাবেন,

মাইক্রোসফটের সর্বোচ্চ সম্মান পেলেন বাংলাদেশি

Image
যুক্তরাষ্ট্রের সফটওয়্যার ও প্রযুক্তি নির্মাতা প্রতিষ্ঠান মাইক্রোসফটের সর্বোচ্চ সন্মানজনক পুরস্কার ফাউন্ডারস অ্যাওয়ার্ড পেয়েছেন মাইক্রোসফট বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক সোনিয়া বশির কবির। কোন বাংলাদেশি হিসেবে মাইক্রোসফট থেকে পাওয়া এটাই সর্বোচ্চ পুরস্কার। মাইক্রোসফটের কর্মকর্তা-কর্মচারীদের জন্য ফাউন্ডারস অ্যাওয়ার্ড মাইক্রোসফটের সবচেয়ে সন্মানজনক পুরস্কার। এ বছর ১ লাখ মাইক্রোসফট কর্মকর্তাদের মধ্যে ১৫জন ফাউন্ডারস অ্যাওয়ার্ড জিতেছেন। যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত মাইক্রোসফটের বার্ষিক সাধারন সভায় প্রতিষ্ঠানটির ১০ হাজার উদ্যমী কর্মকর্তা- কর্মচারীদের উপস্থিতিতে এশিয়ার প্রশান্ত অঞ্চল থেকে সোনিয়া বশির কবিরকে মনোনিত করা হয়। এবং সোনিয়ার হাতে পুরস্কার তুলে দেয়া হয়। উল্লেখ্য, ‘প্লাটিনাম ক্লাব আউটস্ট্যান্ডিং অ্যাচিভার’ জয়ীদের মধ্য থেকে ফাউন্ডারস অ্যাওয়ার্ডের জন্য নির্বাচন করা হয়। ফাউন্ডারস অ্যাওয়ার্ড জয়ীরা পেয়েছেন বিল গেটসের স্বাক্ষর করা একটি করে রোলেক্স ব্র্যান্ডের ঘড়ি। সোনিয়া বশির কবির ফাউন্ডারস অ্যাওয়ার্ড পাওয়ার আগে বিশেষ অবদানের জন্য মাইক্রোসফটের ‘এক্সিলেন্স প্লাটিনাম ক্লাব’-

আপনার Android ফোন দিয়ে ফ্রিতে Youtube দেখুন আর Download করুন|

Image
Hey People What’s Up আজ আপনাদের জন্য নিয়ে এলাম অসাধারন একটি Browser Browser টির নাম FreeBrowser ¤¤ব্রাউজারের ডিটেইলস¤¤ ¤Devoloper:- Greatfire.org ¤Version:-1.9.15 Latest ¤Size:-21.8MB ¤Published:-9,July,2016 এই ব্রাউজারটি দিয়ে আপনি ফ্রিতে জনপ্রিয় সাইট ইউটিউবে ব্রাউজিং করতে পারবেন এবং ডাউনলোড দিতে পারবেন. আমি আর কথা বাড়াচ্ছি না,কারন আমি খুব কস্ট করে আমার জাভা ফোন দিয়ে লিখতেছি. তো আর দেরি না করে ঝটপট নিচের লিংক থেকে ডাউনলোড করুন আর ফ্রি ব্রাউজ করুন. Download Link:- Click Here

Internet কানেকশন ছাড়াই খুব সহজেই PDF File তৈরি করুন (Full Screenshot Post)

Image
আজ আর একটি Apps নিয়ে আসলাম। এই Apps দিয়ে আপনি Internet ছাড়াই খুব সহজে PDF File বানাতে পারবেন আগে Apps টা Download দিয়ে Install দিন Download Now তারপর নিছের Screenshot দেখুন . যদি কোন সমস্যা হয় তাহলে comment দিয়েন

পাওয়ার বাটনে কোনরূপ স্পর্শ ছাড়াই আপনার এন্ড্রয়েড ফোন হাতে নিলেই স্বয়ংক্রিয়ভাবে ডিসপ্লে অন হবে !

Image
হ্যাঁ, এখন থেকে বার বার আপনার এন্ড্রয়েড ফোনের ডিসপ্লে চালু করার জন্য পাওয়ার বাটন প্রেস করতে হবে না, শুধুমাত্র পকেট থেকে ফোন বের করলে কিংবা কোন সমতল স্থান থেকে ফোন তুললেই স্বয়ংক্রিয়ভাবে ডিসপ্লে অন হবে ! বার বার পাওয়ার বাটন চাপাটা যেমন বিরক্তিকর কাজ; তেমনি এর ফলে পাওয়ার বাটন ধীরে ধীরে স্বাভাবিক কার্যক্ষমতা হারিয়ে ফেলতে পারে। সেই জন্যই এই ব্যবস্থা ! তবে এ ধরণের আরও কিছু সিস্টেম আছে, যেগুলো পরবর্তীতে সময় পেলে শেয়ার করবো… এটি কিভাবে কাজ করে? এ জন্য আপনাকে একটি ছোট্ট অ্যাপ্লিকেশান Awesome On Off Ultimate ব্যবহার করতে হবে। এটি আপনার ফোনের প্রক্সিমিটি সেন্সর ব্যবহার করে কাজ করে কাজ করে। একটি নির্দিষ্ট কোণে আপনার ফোনটিকে ধরলেই স্বয়ংক্রিয়ভাবে ডিসপ্লে অন করে দেয়। তবে মজার বিষয় হল, এটি চার্জের ওপর লক্ষণীয় কোন প্রভাব ফেলে না বললেই চলে। আর অ্যাপটি ইন্সটল করে নিজের প্রয়োজনমত সেটিং করে নিতে পারলে ব্যবহার করে অবশ্যই মজা পাবেন। এই অ্যাপটি ফ্রি নয়। Play Store থেকে এটি নামাতে হলে আপনাকে 2.23$ পরিশোধ করতে হবে। তবে আমি এটি আপনাদের দিচ্ছি একদম ফ্রিতে। তাহলে আর দেরী

আসলেই কি Paypal বাংলাদেশে আসছে ? সত্যি না মিথ্যা তা বিস্তারিত দেখুন।

Image
পেপ্যাল বাংলাদেশে আসছে—এ বিষয়ে কয়েক দিন ধরে বিভিন্ন পত্রপত্রিকায় খবর প্রকাশিত হচ্ছে। এই সংবাদে আমাদের দেশের তথ্যপ্রযুক্তি বিশেষজ্ঞ ও ফ্রিল্যান্সাররা আশা করছেন যে পেপ্যাল ইন্ডিয়ায় ফ্রিল্যান্সারদের টাকা যেভাবে তাঁদের ভারতীয় ব্যাংক হিসাবে পাঠাচ্ছে, ঠিক এভাবে বাংলাদেশি ফ্রিল্যান্সারদের টাকাও বাংলাদেশের ব্যাংকগুলোতে পাঠাবে। কিন্তু বাস্তবতা হলো, পেপ্যাল সরাসরি এমন কোনো সার্ভিস নিয়ে আপাতত বাংলাদেশে আসছে না, আসছে অন্যভাবে। ইদানীং পেপ্যাল ঝুম (xoom.com) নামের আমেরিকাভিত্তিক একটি অনলাইন রেমিট্যান্স কোম্পানিকে কিনে নিয়েছে, যার মাধ্যমে তারা বাংলাদেশে শুধু রেমিট্যান্সের টাকা পাঠানোর সার্ভিস প্রদান করবে। ঝুম একটি ‘অনলাইন’ রেমিট্যান্স কোম্পানি। ঝুমের মাধ্যমে টাকা পাঠাতে হলে প্রথমে xoom.com–এ রেজিস্ট্রেশন করতে হবে। তারপর রেজিস্ট্রেশনের সময় প্রদত্ত ই-মেইল ও পাসওয়ার্ড ব্যবহার করে ঝুমের ওয়েবসাইটে ভিজিট করে টাকা পাঠাতে হবে। টাকা পাঠানোর ‘উৎস’ হিসেবে ব্যাংক হিসাব, ক্রেডিট বা ডেবিট কার্ডের নম্বর দিতে হবে। গন্তব্য হিসেবে বাংলাদেশের যেকোনো ব্যাংকের হিসাবের নম্বর উল্ল