Posts

Showing posts from August 7, 2016

অলিম্পিক থেকে ‘হারিয়ে’ যাওয়া পাঁচ খেলা

Image
অলিম্পিক শুধু একটা ক্রীড়া প্রতিযোগিতাই নয়, ক্রীড়াবিদদের বিশাল সম্মিলনও। চার বছর ধরে এই মহাযজ্ঞের জন্য অধীর আগ্রহে অপেক্ষায় থাকে ক্রীড়াপ্রেমীরা। আধুনিক অলিম্পিক এবার পূর্ণ করতে যাচ্ছে ১২০ বছর। এই দীর্ঘ সময়ে অজস্র খেলার সাক্ষী হয়েছে অলিম্পিক। বেশ কিছু খেলা আবার হারিয়েও গেছে। তেমনই পাঁচটি খেলা নিয়ে এই আয়োজন। ☆ ক্রিকেট————— গলফ আর রাগবি দীর্ঘদিন পর ফিরতে যাচ্ছে অলিম্পিকে। তবে ক্রিকেট এবারো ‘ব্রাত্য’ বিশ্বের সেরা ক্রীড়া প্রতিযোগিতায়। পাক-ভারত উপমহাদেশের সবচেয়ে জনপ্রিয় খেলাকে একবারই দেখা গিয়েছিল অলিম্পিকে। ১৯০০ সালে প্যারিসে চারটি ক্রিকেট দলের অংশ নেওয়ার কথা ছিল। কিন্তু নেদারল্যান্ডস ও বেলজিয়াম নাম প্রত্যাহার করে নিলে দল নেমে আসে দুটিতে। স্বর্ণপদকের লড়াইয়ে স্বাগতিক ফ্রান্সের প্রতিপক্ষ ছিল যুক্তরাজ্য। ফ্রান্সের দল গড়া হয়েছিল প্যারিস প্রবাসী ব্রিটিশদের নিয়ে। একমাত্র ম্যাচে ফ্রান্সকে হারিয়ে স্বর্ণপদক জিতে নিয়েছিল যুক্তরাজ্য। ☆ জীবন্ত কবুতর শুটিং—————— ১৯০০ সালে প্যারিস অলিম্পিকে একবারই দেখা গিয়েছিল এই খেলা। যে খেলায় মরতে হয়েছিল প্রায় ৩০০ কবুতরকে।

কেন আপনার ফোনে অ্যান্ড্রয়েড আপডেট আসে না? কীভাবে সবসময় আপডেট পাবেন?

Image
গ ুগল যখনই অ্যান্ড্রয়েড আপডেট রিলিজ করে তখন আমরা প্রায় সবাই সেই আপডেট পাওয়ার জন্য অস্থির হয়ে অপেক্ষা করতে থাকি। কোনো কোনো ফোনে তো আপডেট পাওয়া যায় ১ মাস বা ২ মাস পরে আবার অনেক ফোনে ১ বছর অপেক্ষা করার পরেও কোনো আপডেট পাওয়া যায় না। কিন্তু কেনো? ঠিক আছে! চিন্তা করার কিছু নাই। এই পোস্ট টি পড়তে থাকুন এবং আজ আপনি জেনে যাবেন যে আপনার ফোনে কেন আপডেট আসে না। অ্যান্ড্রয়েড আপডেট প্রসেস কীভাবে কাজ করে? এবং কীভাবে আপনি সবসময় আপনার ফোনে লেটেস্ট অ্যান্ড্রয়েড ইন্সটল করবেন। অ্যান্ড্রয়েড আপডেট সংক্রান্ত কিছু তথ্য গুগল প্রায় প্রতি বছর অ্যান্ড্রয়েড এর একটি নতুন ভার্সন রিলিজ করে। যেমন গত বছরের সর্বশেষ ভার্সন ছিল অ্যান্ড্রয়েড মার্সম্যালো এবং এই বছর প্রিভিউ ভার্সন রিলিজ করেছে অ্যান্ড্রয়েড এন। এখন এই সর্বশেষ পরিপূর্ণ আপডেট অ্যান্ড্রয়েড মার্সম্যালো আপনার ফোনে আসবে কিনা বা কেন আসবেনা সেই বিষয়ে কিছু কথা বলে নেওয়া যাক। দেখুন গুগল যখনই কোন আপডেট রিলিজ করে তখন তারা সবসময় টার্গেট করে তাদের নেক্সাস ফোন এর উপর। যেমন এবারের গুগলের নেক্সাস ফোন ছিল “নেক্সাস ৫ এক্স” এবং “নেক্সাস ৬ পি”। এখন গুগল এই দুইট

আজ দেখাব কিভাবে কাচের বোতলে একটা ডিম ডোকাবেন???

Image
আপাতদৃষ্টিতে ছবি দেখে মনে হচ্ছে ডিমটি বোতলের ভিতর প্রবেশ করবেনা । ডিমটি কিভাবে ভিতরে প্রবেশ করানো যায় । অবশ্যই হাত দিয়ে চাপ দিয়ে ঢুকানো যায় । কিন্তু হাত দিয়ে বা কোন কিছু দিয়ে চাপ না দিয়েও ডিমটি ভিতরে ঢুকানো সম্ভব । সেটা কিভাবে চলুন দেখি – প্রয়োজনীয় উপকরণ : খুব ভাল করে সিদ্ধ করা একটি ডিম। ডিমের মােঝর অংশের ব্যাসার্ধের চেয়ে কম ব্যাসার্ধের মুখওয়ালা একটি কাঁচের বোতল অথবা কনিক্যাল ফ্লাস্ক । কাগজ। দিয়াশলাই । পদ্ধতি : প্রথমে ডিমটির খোলস ছাড়িয়ে নেই। তারপর ছবির মত করে ডিমটিকে বোতলের মুখে ধরি । দেখা গেল ডিমটি ভিতরে ঢুকল না । এখন এক টুকরা কাগজকে কয়েক ভাজ করে দিয়াশলাইয়ের সাহায্যে আগুন ধরিয়ে বোতলের মুখ থেকে ডিমটি সরিয়ে বোতলের ভিতরে রাখি এবং ৪/৫ সেকেন্ড পরে ডিমটি বোতলের মুখের উপর রেখে দিই । অপেক্ষা করুন আর দেখুন । কি দেখলেন – ডিমটি আস্তে করে বোতলের ভিতরে ঢুকে গেল । কেন এমন ঘটল : প্রথমে যখন ডিমটি বোতলের মুখের উপরে রাখা হয় তখন ডিমের উপর বোতলের ভিতরের বাতাসের চাপ ও বাইরের বায়ুমন্ডলীয় চাপ সমান ছিল এবং ডিমের ওজন যথেষ্ট ছিলনা । ফলে ডিমটি ভিতরে ঢুকতে পারে নাই । যখন