Posts

Showing posts from July 20, 2016

ভিসা পেলেন মুস্তাফিজ, কালই ইংল্যান্ড যাচ্ছেন

Image
ইংল্যান্ডের কাউন্টি ক্রিকেটের দল সাসেক্সের হয়ে খেলতে যেতে অপেক্ষার প্রহর বেড়েই চলছিল মুস্তাফিজুর রহমানের। অপেক্ষার প্রহর বাড়ার কারণ ভিসা জটিলতা। ব্রিটিশ অ্যাম্বাসিতে ঈদের পর থেকেই প্রায় নিয়মিত যাচ্ছিলেন তিনি। কিন্তু অজানা কারণে ভিসা পাচ্ছিলেন না। নিয়মিত যেয়েও ভিসা না পাওয়াটা এক প্রকার আশঙ্কায় পরিণত হয়েছিল। অবশেষে তার অপেক্ষার প্রহর শেষ হল। আজ মঙ্গলবার বিকেলে তিনি ইংল্যান্ডে যাওয়ার ভিসা হাতে পেয়েছেন। কাল সকালেই কাউন্টিতে খেলতে দেশ ছাড়বেন সময়ের অন্যতম সেরা এই পেসার। অবশ্য শুক্র, শনিবারের মধ্যেই তার ভিসা পাওয়ার জোড়ালো সম্ভাবনা ছিল। কিন্তু সেটা বাস্তবতা হয়ে ধরা দেয়নি। রোববার ছিল ব্রিটিশ অ্যাম্বাসির ছুটির দিন। এরপর সোমবার পেরিয়ে অবশেষে মঙ্গলবার ব্রিটিশ অ্যাম্বাসি থেকে ইংল্যান্ডে যাওয়ার ভিসা পেয়েছেন কাটার বয়। ২১ জুলাই এসেক্সের বিপক্ষে মাঠে নামার ইচ্ছা ছিল দ্য ফিজের। সে অনুসারে ১৭ জুলাই রওনা হওয়ার পরিকল্পনা ছিল তার। কিন্তু সেটা সম্ভব হয়নি। তবে বুধবার সকালের ফ্লাইটে তিনি ক্রিকেটের তীর্থভূমিতে যাচ্ছেন। ন্যাটওয়েস্ট টি-টোয়েন্টি ব্লাস্টে ২১ জুলাই এসেক্সের বিপক্ষ

সেরা স্মার্টফোন কিনবেন যেভাবে! এবং স্মার্টফোন কেনার আগে যে বিষয়গুলো মাথায় রাখবেন।

Image
স্মার্টফোন দুম করে কিনে বসলেই হয় না। অনেক কিছু দেখে-শুনে-বুঝে তবেই কেনা উচিত ফোন। ফোন কেনার আগে অবশ্যই মাথায় রাখতে হবে এই পরামর্শগুলো— স্মার্টফোন কেনার আগে যে বিষয়গুলো মাথায় রাখা দরকার ১) যদি বাজেট অনেকটা বেশি থাকে, আইফোন কেনাই ভাল। তবে সস্তাদামের সেকেন্ডহ্যান্ড বা অনেক পুরনো সংস্করণের ফোন না কেনাই ভালো। আপডেটেড সংস্করণের দাম অনেক। অত টাকা পকেটে না থাকলে অ্যান্ড্রয়েড চালিত সাশ্রয়ী হ্যান্ডসেটই বেছে নিন। ২) ব্ল্যাকবেরি যে কিনবেন না তা আর নিশ্চয়ই নতুন করে বলতে হবে না। ঠিক তেমনই উইন্ডোজ ফোন কেনার আগে দু’বার ভাববেন। প্রথমত, মাইক্রোসফট স্টোরে বেশি অ্যাপ থাকে না। আর যদি শুধু ফোন করা আর ফোন ধরার জন্যেই ফোন কিনতে হয় তবে আর দামি স্মার্টফোন কেন, সাধারণ ফোন কেনাই ভাল। ৩) ফোন কেনার আগে সবচেয়ে প্রথমে যেটি দেখবেন সেটি হল প্রসেসর। ভাল প্রসেসর মানেই ফোন হবে সুপারফাস্ট, গেম খেলার সময়ে ফোন হ্যাং করবেন না এবং ফোটো এডিটিং হবে তাড়াতাড়ি। স্ন্যাপড্র্যাগন ৬০০ সিরিজের প্রসেসর থাকে মাঝারি রেঞ্জের ফোনে। কিন্তু সবচেয়ে ভাল হল কোয়ালকম স্ন্যাপড্রাগন ৮২০ এবং ৮১০ প্রসেসর। আইফোনের ক্ষেত্রে ৬৪ বিট, এ৯ চিপ হল

Robi 20MB Facebook Only 1 Taka

Image
Robi te akhon 20MB Facebook Mattro 1tk. This Offer Active For Dail |===>*8444*222# <===| This Offer for All Robi Coustomars… Thank you..all

প্রাথমিক সমাপনী পরীক্ষার (পিএসসি) রুটিন ২০১৬ | ২০ নভেম্বর শুরু

Image
পরীক্ষা শুরু হবে ২০ নভেম্বর। চলবে ২৭ নভেম্বর পর্যন্ত। এ বছর প্রাথমিক শিক্ষা সমাপনীতে পরীক্ষার্থী ৩১ লাখ ২৫ হাজার এবং ইবতেদায়ি শিক্ষা সমাপনীতে পরীক্ষার্থী ৩ লাখ ২০ হাজার।  বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাথমিক ও ইবতেদায়ি শিক্ষার সমাপনী পরীক্ষার ইংরেজি বিষয়ের পরীক্ষা হবে ২০ নভেম্বর, বাংলা ২১ নভেম্বর, বাংলাদেশ ও বিশ্ব পরিচয় পরীক্ষা ২২ নভেম্বর অনুষ্ঠিত হবে। প্রাথমিক শিক্ষার ‘প্রাথমিক বিজ্ঞান’ ও ইবতেদায়ি শিক্ষার আরবি বিষয়ের পরীক্ষা হবে ২৩ নভেম্বর। প্রাথমিক শিক্ষার ‘ধর্ম ও নৈতিক শিক্ষা’ এবং ইবতেদায়ি শিক্ষার ‘কোরআন ও তাজবীদ এবং আকাইদ ও ফিকহ্’ বিষয়ের পরীক্ষা হবে ২৪ নভেম্বর। এ ছাড়া প্রাথমিক ও ইবতেদায়ির গণিত পরীক্ষা হবে ২৭ নভেম্বর। সব পরীক্ষা বেলা ১১টায় শুরু হয়ে বেলা দেড়টায় শেষ হবে। পরীক্ষার সময় আড়াই ঘণ্টা। তবে বিশেষ চাহিদাসম্পন্ন পরীক্ষার্থীদের জন্য অতিরিক্ত ২০ মিনিট রাখা হয়েছে