Posts

Showing posts from August 5, 2016

স্লো কম্পিউটারকে দ্রুত করতে কিছু টিপস জেনে নিন

Image
কম্পিউটার স্লো হয়ে গেলে কার না মেজাজ খারাপ হয়? দেখা যায় ক্লিক করলেও ক্লিক হচ্ছে না, একটা ক্লিক করে বসে থাকতে হচ্ছে। কতক্ষন আর ধৈর্য্য থাকে। ইচ্ছা করে মনিটরটা মাথায় তুলে আছাড় দিতে। তবে ভুলেও তা করতে যাবেন না। কারন মনিটরের কাজ শুধু আপনাকে পিকচার দেখানো। স্লো হওয়ার পুরো কাজটা হয় র্যাম কিংবা হার্ডডিস্কে যা কিনা পায়ের কাছের কালো বক্সটায় অবস্থিত, যার নাম সিপিউ। কম্পিউটার কিছুটা দ্রুত করার জন্য কিছু টিপস শেয়ার করা হলো। আশা করি কাজে লাগবে। ১) প্রতিটা কম্পিউটারেই কিছু ড্রাইভ থাকে। ড্রাইভগুলো ভরে গেলে কম্পিউটার স্লো হয়ে যায়। চেষ্টা করুন ড্রাইভগুলোর অন্তত ১৫% জায়গা ফাঁকা রাখার। My Computer এ গিয়ে যেকোন ড্রাইভের উপর রাইট ক্লিক করে Properties দেখুন। সেখানে মোট জায়গা ও ফাঁকা জায়গা কতটুকু আছে দেখতে পাবেন। ১০০ জিবি ড্রাইভে অন্তত ১৫ জিবি খালি রাখুন। ২) Control Panel এ গিয়ে Add or Remove Programs বা Uninstall a Program-এ ক্লিক করে অপ্রয়োজনীয় প্রোগ্রাম আনইনস্টল করুন। এতে কম্পিউটার বেশ দ্রুততর হয়। ৩) Control Panel এ গিয়ে Power Options এ ক্লিক করুন. সাধারনত Balanced, Power Sa

ঘরে বসেই ডাচ বাংলা একাউন্ট করুন ! ন্যাশনাল আইডি ও ছবি ছাড়াই। অসম্বভকে সম্বভ করে দেখান

Image
প্রথমে এপ্সটা ডাউনলোড এবার নিচের নিয়ম অনুযায়ী কাজ করুন। 1. লগিন এ ক্লিক করে যে নম্বরে ডাচবাংলা একাউন্ট করবেন সেটা বসান। **নম্বরটি চালু রাখতে হবে 2. এবার ওই নম্বরে একটা কল যাবেযেখানে আপনাকে চার ডিজিটেরএকটা পিন নম্বর চাইবে। পিন নম্বরইচ্ছামত দিয়ে ওয়েট করেন, ওরাই কলকেটে দিবে 3. কল কেটে যাওয়ার পর এপ্সেঅটোমেটিক একটা মেনু আসবে যেখানেআপনার সেট করা পিন নম্বর আর একটাভ্যারিফিকেশন কোড চাইবে। কোডপাবেন মেসেজের মাধ্যমে, আপনাকেকিছু করতে হবেনা। পিন আর কোডএন্টার করেন, আপনার কাজ শেষ 4. এবার *322# ডায়াল করে দেখেনআপনার একাউন্ট হয়ে গেছে। এখন ২০টাকার বেশি আপনার একাউন্টে ক্যাশইন করলেই আপনার একাউন্ট একটিভ। আপনি *322# ডায়াল করলে মেনু পাবেনএকাউন্ট একটিভ করার পর।**ন্যাশনাল আইডির ফটোকপি আর এককপি ছবি এটা আপনার নিরাপত্তা জনিত কারনে যেকোন এজেন্টের কাছেসাবমিট করতে পারেন। আমি আপনাদের যে মেথড দিলাম এটা প্রি-রেজিষ্টারসিস্টেম। এটাতে আইডি/ছবি এডিশনাল, না দিলেও চলে।

আপনার Pc বা laptop এর ইন্টারনেট ডিসকানেক্ট হয়ে যায় ? সমাধাণ নিয়ে নিন

Image
কেমন আছেন সবাই? আসাকরি ভালোই আছেন। আমরা যারা পিসি বা ল্যাপটপে ইন্টারনেট ব্যবহার করে থাকি তাদের বেশির ভাগই সমস্যা হচ্ছে নেট ডিসকানেক্ট হয়ে যায়। আজকে আমি আপনাদের এই সকল সমস্যা সমাধানের নিয়ে পোষ্ট করছি। আইপি (IP Address) ঠিকানায় সমস্যা হলে: হঠাৎ ইন্টারনেট বন্ধ হয়ে গেলে IPConfig-এর মাধ্যমে TCP/IP network configuration- এর বর্তমান অবস্থা দেখে DHCP I DNS সেটিংসকে রিফ্রেশ করতে হবে। যেভাবে করবেন – উইন্ডোজ ৭ বা ৮ অপারেটিং (Ctrl+R) সিস্টেমের স্টার্ট মেনুতে cmd লিখে Ctrl + Shift + Enter চাপুন। কমান্ড প্রম্পট এলে এখানে ipconfig লিখে Enter করলে ইন্টারনেট প্রটোকলের বর্তমান অবস্থা প্রত্যক্ষ করা যাবে। আবার ipconfig/release লিখে এন্টার করলে বর্তমান আইপি ঠিকানা মুক্ত হবে। তারপর আবার ipconfig/renew লিখে এন্টার করলে নতুন আইপি ঠিকানা পাওয়া যাবে। যদি এই কমান্ড চালালে সমস্যা দেখা দেয় তাহলে আবার Ipconfig/Renew লিখে এন্টার করুন। ওপরের কমান্ডগুলো চালানোর পর সমস্যা থেকে গেলে স্টার্ট মেনুতে notepad লিখে এন্টার করুন। এখানে প্রথম লাইনে ipconfig/release লিখে এন্টার করুন। দ্বিতীয় লাইনে

সাবধান, সারা রাত মোবাইল চার্জে রেখে যে ভয়াবহ বিপদ ডেকে আনছেন!

Image
আপনি কি ঘুমোতে যাওয়ার আগে মোবাইল চার্জে রেখে যান? তা হলে এখনই সাবধান হন। বিশেষজ্ঞদের মতে, এর ফলে আপনার সাধের মোবাইলের চরম ক্ষতি করছেন আপনি। একটি সমীক্ষায় দেখা গিয়েছে, সারা দিনের ব্যস্ততার পর মোবাইলের চার্জ যখন প্রায় শেষ, তখন তা চার্জে দিয়ে ঘুমোতে যান অনেকেই। কিন্তু এর ফলে ব্যাটারি ওভার চার্জড হয়ে যাওয়ার সম্ভাবনা বাড়ে। লিথিয়াম ব্যাটারির ক্ষেত্রে এই সম্ভাবনা আরো বেশি। ফোন অতিরিক্ত চার্জ হয়ে গিয়ে তাপমাত্রা বেড়ে গেলে ‘লিথিয়াম আয়ন’ ব্যাটারির কর্মক্ষমতা কমতে শুরু করে। অন্য দিকে, চার্জ বেশি হলে তাপমাত্রা বেড়ে যায়। বেশির ভাগ ক্ষেত্রেই আমরা মোবাইলে কভার ব্যবহার করি। এর ফলে তাপ সহজে বের হয় না। এই তাপ ব্যাটারির সেল অক্সিডেশান তৈরি করতে পারে, যা ব্যাটারির ক্ষমতা এবং আয়ু আরো কমিয়ে দেয়। এমনকি, এর ফলে মোবাই বিস্ফোরণের ঘটনাও ঘটতে পারে

Tere bina he jina bara muskil full HD video song

Image

How to apply for Adsense from Youtube Bangla tutorial

Image