Posts

Showing posts from July 24, 2016

যেসব ফোনে আর স্কাইপ ব্যবহার করা যাবে না

Image
  সময়ের সঙ্গে সঙ্গে প্রতিনিয়ত আপগ্রেড হচ্ছে প্রযুক্তি। সেটা হার্ডওয়্যারই হোক আর সফটওয়্যারই হোক। এর ফলে বছর ঘুরতে না ঘুরতেই পুরনো হয়ে যায় গ্যাজেট। মাইক্রোসফট-এর স্কাইপর নতুন পরিবর্তনে বেশ কিছু পুরনো ভার্সনের অ্যানড্রয়েড এবং উইন্ডোজ ফোন থেকে আর স্কাইপ ব্যবহার করা যাবে না। এই পুরনো ভার্সনগুলি আর স্কাইপ সাপোর্ট করবে না। . সম্প্রতি একটি ব্লগপোস্টে স্কাইপ চিফ গুরদীপ পাল জানিয়েছেন, যে পিটুপি থেকে ক্লাউড ভার্সনে স্কাইপ-র ট্রানজিশন এখনও সম্পূর্ণ হয়নি। কিন্তু সেই প্রক্রিয়া শেষ হলেই আর পুরনো ভার্সনের স্মার্টগুলি থেকে করা যাবে না স্কাইপ। স্কাইপর লেটেস্ট ভার্সন ৬.২ বা তার পরবর্তী ভার্সনগুলি ফোনে ব্যবহার করতে হলে অ্যানড্রয়েড ৪.০.৩ ভার্সন থাকতে হবে। . তবে যাঁদের ফোনে রয়েছে অ্যানড্রয়েড ২.৩ ভার্সন, তারা অবশ্য স্কাইপ ৪ ভার্সন ব্যবহার করতে পারবেন। বিভিন্ন অপারেটিং সিস্টেমের কোন কোন ভার্সনে করা যাবে স্কাইপ তার সম্পূর্ণ তালিকা পাওয়া যাবে কোম্পানির সাপোর্ট সাইটে। এর মধ্যে রয়েছে উইন্ডোজ ৭, উইন্ডোজ ৮, উইন্ডোজ এক্সপি, উইন্ডোজ ভিস্তা, ম্যাকের ইয়োসেমাইট, আইওএস ৮ এবং অ্যা

হোয়াটসঅ্যাপ-এর নতুন ১০ ফিচার, যা জানা জরুরি

Image
আর কত চাই! এর কোন শেষ নেই। আরো নতুন নতুন আসছে ব্যবহারকারীদের জন্য। সবই নতুন নতুন চমক ও ভালো লাগা। শুধুই এগিয়ে যাওয়া। পিছনে তাকানোর সময় নেই। মনকে শুধু বলুন আরো আছে। গত কয়েক বছর ধরে ব্যবহারকারীদের জন্য রোজ নতুন নতুন ফিচার্স নিয়ে আসছে হোয়াটস অ্যাপ। ফেসবুক অন্তর্গত বিশ্বের জনপ্রিয় মেসেজিং সাইট হোয়াটস অ্যাপের এখন ব্যবহারকারী সংখ্যা লক্ষ্যণীয়। আগামি দিনে আরও নতুন নতুন ফিচার্সের প্রতিশ্রুতিও দিয়েছে তারা। কিছুদিনের মধ্যেই হোয়াটস অ্যাপে আরও ১০টি ফিচার্স পাওয়া যাবে। দেখে নিন সেগুলি কী কী- ১)কল ব্যাক 2)ভয়েস মেল ৩)কোটস ৪)নতুন ফন্ট ৫)এন্ড টু এন্ড এনক্রিপশন ৬)মিউজিক শেয়ার ৭)মেনশন অ্যান্ড গ্রুপ ইনভাইটিস ৮)GIF সাপোর্ট ৯)বিগ ইমোজি ১০)ভিডিও কলিং দারুণ সবই দারুন

এন্ড্রয়েড এপ্স এর আইকন ইমেজ টা পরিবর্তন করবেন যেভাবে!

Image
এন্ড্রয়েড এপ্স এর আইকন ইমেজ টা পরিবর্তন করে আপনার বন্দুকে বোকা ভানান- প্রথমে এপ্স টা ডাউনলোড করুন তার পর আপনি নিজেই সব বুজতে পারবেন- Click Here To Download

ফেসবুক অ্যাকাউন্টকে সর্বোচ্চ নিরাপত্তা দেওয়ার ৫ উপায়

Image
ফেসবুককে যতটা পছন্দ করেন তার চেয়েও বেশি সময় কাটানো হয় এখানে। কিন্তু অধিকাংশ ব্যবহারকারীরাই এর সেটিংস সম্পর্কে বেশি ধারণা রাখেন না। ফলে তাদের প্রোফাইলগুলো অনিরাপদ থেকে যায়। এখানে ফেসবুকে সর্বোচ্চ নিরাপদ করতে নিন বিশেষজ্ঞের পরামর্শ। . ★★..১. লগ ইন অ্যালার্ট ব্যবহার করুন : কেউ যদি আপনার ফেসবুক আইডিতে লগ ইন করার চেষ্টা করেন, তবে আপনাকে জানান দেবে ফেসবুক। এর জন্য ফেসবুকে লগ ইন করে সেটিংস মেনুতে যান। সিকিউরিটিতে ক্লিক করে লগইন অ্যালার্টস-এ গিয়ে এডিট করুন। গেট নোটিফিকেশনস এবং ইমেইল লগ ইন অ্যালার্ট চালু করুন। এটি সেভ করুন। কেউ আপনার অগোচরে অ্যাকাউন্টে ঢুকতে চাইলে তার তথ্য দেবে ফেসবুক। . প্রতিবারই লগইন করলে অ্যালার্ট পাবেন। এ ছাড়া নির্দিষ্ট যন্ত্র থেকে লগইন করার বিষয়টিও ঠিক করে রাখতে পারবেন। নতুন কোনো ব্রাউজার থেকে নতুন যন্ত্রের লগইন করার সময় ফেসবুক এটাকে মনে রাখবে কিনা তা জানতে চাইবে। করতে চাইলে সেব ব্রাউজার করতে হবে। . ★★২. রিকোয়েস্ট লগইন অ্যাপ্রোভালস : নিজের অ্যাকাউন্টে কিভাবে লগইন করবেন তাও নজরদারি করে ফেসবুক। কয়েকটি পদক্ষেপ নিলেই আগের অব্যবহৃত কোনো

✌[CWM]- Pattern/password রিমুভ করুন কুনু ডাটা লস ছারাই।

Image
অনেকেই মুবাইলের পেটারন ভুলে জান,আবার অনেকেই আরেকজনের টা হ্যাক করতে চান। কিন্তজ এটা করার জন্ন অনেকেই মুবাইল ফ্ল্যাশ মারেন কিংবা recovery mode এ গিয়ে factory data reset মারেন। এতে আপনার ইন্সটল করা সব ডাটা চলে জাই। কিন্তু এই ট্রিক এর সাথে আপনি আপনার পেটারন রিমুভ করতে পারবেন কুনু ডাটা লস না করেই। শুরু করি তাহলে। ১..Root/non root ২..আপনার মাস্ট cwm রিকবারি ইন্সটল থাকতে হবে। ৩..রিকভারি মুড থেকে install zip from sd card সিলেক্ট করুন। ৪..তারপর নিচের ফাইল্টি সিলেক্ট করে ইন্সটল দিন। ৫..মুবাইল রিবুট দিন। ৬..আপনার পেটারন/Password যদি ডিসেবল না হই তাহলে, ৭..জেকুনু পেটারন দিয়ে দেখুন খুলে যাবে আশা করি। DISABLE PAPATTERN BY YCS cm 12/13 না হতে পারে। স্টক রম হবে সিউর। পোস্ট টি আগে কেউ করেনি। কপি করলে ক্রেডিট দিয়েন। আজকে এই পরজন্ত ভাল থাকবেন।

☞ আপনার অনুমতি ছাড়া কেউ আপনার ফেইসবুক প্রোফাইলে ট্যাগ করতে পারবে না।

Image
আজ আমি আপনাদের ছোট্র একটা সমাধান দিব।যা আপনার কাছে,আমার কাছে বা প্রায়ই সবার কাছেই বিরক্তিকর একটা বিষয়।আমরা অনেকেই সোসিয়াল সাইটগুলোর মধ্যে সবচেয়ে বেশি http:// www.facebook.com এই সাইট ভিজিট করি।আমরা অনেক সময় লক্ষ্য করি যে আমাদের টাইমলাইনে অন্য কেউ ট্যাগ করেছেন বাজে বা বিরক্তিকর স্ট্যাটাস। আপনি জানেন না অথচ আপনার ফটতে ট্যাগ করা হচ্ছে।যা আপনার জন্য খুব খারাপ।বর্তমানে এই সমস্যা সবচেয়ে বেশি দেখা যাচ্ছে।আপনি চাইলে এটা বন্ধ করতে পারেন এতে আপনার অনুমতি ছাড়া আর কেউ আপনার ফটো বা টাইমলাইনে ট্যাগ করতে পারবে না।এ জন্য আপনাকে যা করতে হবে নিচে দেওয়া হল। প্রথমে Settings এ যেতে হবে। নিচের চিত্র লক্ষ্য করুন। এর পর বাম পাশের অপশন থেকে Timeline and Tagging এ ক্লিক করুন। এরপর Review posts friends tag you in before they appear on your timeline এখানে off থাকলে on করে দিন। হয়ে গেলো কাজ ধন্য্যবাদ আমাদের সাথে থাকার