Posts

Showing posts from July 27, 2016

মাত্র ২ মিনিটে আপনার ফেসবুক প্রোফাইল সর্বশেষ কে ভিজিট করেছে

Image
আসাকরি ভালো লাগবে সবার। ১. প্রথমে ফেসবুক Login করুন। ★২. তারপর আপনার Time line এ ঢুকে Active log অপশনের(যেখানে তিনটি বিন্দু রয়েছে) উপর মাউসের রাইট বাটনে ক্লিক করুন।তারপর সেখান থেকে “ভিউ পেজ সোর্স” সিলেক্ট করুন।. ★৩. কিছুক্ষণের ভিতরেই কোড ভর্তি একটি পেজ পাবেন। পেজটিতে অবস্থান করার সময় Crlt+F চাপুন। তারপর দেখতে পাবেন উপরের ডান কোনায় একটি Search Box এসেছে। সেখানে “InitialChatFriendList” লিখুন। ★৪. তারপর “InitialChatFriendList” এর পাশে অনেকগুলো নম্বরের তালিকা দেখতে পাবেন। এ নম্বরগুলই এক একটি Facebook ID এর নম্বর। ★ ৫. এই নম্বরগুলো দিয়ে ID বের করার জন্য আপনাকে প্রথমে Facebook.com সাইটে ঢুকে স্ল্যাশ ( / ) চিহ্ন দিয়ে নম্বরটি পোস্ট করলেই ID চলে আসবে । যেমন- facebook.com/100008830231043 এখানে প্রথমে যে নম্বরটি পাবেন সে সবসময় সবথেকে বেশি আপানার Profile visit করে। এভাবে পর্যায়ক্রমে সব থেকে শেষের নম্বরটি আপনার ID টি সব থেকে কম Visit করে। এই রকম আরও টিপস্ পেতে আমাদের সাথে থাকুন নিয়মিত। ভালো থাকুন।

নিয়ে নিন ১০০% ওর্য়াকিং ওরজিনাল prisma.apk. .অফিসিয়াল ভার্সন {ঝামেলাহীন ডাউনলোড লিংক}

Image
ঝামেলাহীন ডাউনলোড লিংক ডাউনলোড করুন গুগল প্লে স্টোর থেকে পেতে play store link

আইপ্যাড প্রো ২ দেখতে কেমন হবে?

Image
আগ্রহ নতুন সেই ডিভাইসটিকে নিয়ে থাকবে এটাই স্বাভাবিক। টেক জায়ান্ট অ্যাপল তাদের আইপ্যাডের নতুন সংস্করণ নিয়ে কাজ করছে বেশ কিছু ফাঁস হওয়া ছবিতে এমন তথ্য উঠে এসেছে। অ্যাপল ইনসাইডার ব্লগে অজ্ঞাতনামা সূত্রের রিপোর্টে বলা হয়েছে অ্যাপল নতুন আইপ্যাড প্রো নিয়ে কাজ করছে যা সেপ্টেম্বর নাগাদ উৎপাদনে যাওয়ার আশা করা হচ্ছে। ফাঁস হওয়া ছবিতে চীনে ১২.৯ ইঞ্চি ট্যাবলেট এর স্ক্রিন দেখা যাচ্ছে তবে এতে মডেল নাম্বারের কোন উল্লেখ নেই। তবে ধারণা করা হচ্ছে অ্যাপলের স্বাভাবিক সংখ্যায়ন পদ্ধতি অনুসরণ করবে এই ডিভাইস। নতুন এই আইপ্যাড প্রো এর সেটিংস স্ক্রিন ছাড়া আর কোন বিস্তারিত না থাকলেও এতে ১২ গিগাবাইট ইন্টারনাল স্টোরেজ এবং অ্যাপলের সর্বশেষ আইওএস ১০ অপারেটিং সিস্টেম থাকবে বলে আশা করছেন প্রযুক্তিবিদরা। তবে সাম্প্রতিক বছরগুলোতে অ্যাপল আইপ্যাডের চাহিদা কমে গিয়েছে। বড় স্ক্রিনের ফোনের চাহিদাই এখন বেশি। তবে বলা হচ্ছে অ্যাপলের নতুন আইপ্যাড এ নতুন সব ফিচার থাকবে যা কিনা ব্যবহারকারীর ল্যাপটপের চাহিদাও মেটাবে। তবে সবকিছুর পরে এটাই মনে রাখতে হবে যে গুজব সবসময় গুজবই।

নিষিদ্ধ হচ্ছে এসএমএস ভিত্তিক টু-ফ্যাক্টর অথেন্টিকেশন

Image
শিগগিরই বন্ধ হতে যাচ্ছে এসএমএস ভিত্তিক টু-ফ্যাক্টর অথেন্টিকেশন বা প্রমাণীকরন পদ্ধতি। যুক্তরাষ্ট্রের ন্যাশনাল ইনস্টিটিউট [img id=189570] ফ র স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেকনোলজির সর্বশেষ ডিজিটাল অথেন্টিকেশন গাইডলাইনের খসড়া থেকে বিষয়টি নিশ্চিত হওয়া গেছে। ওই ডিজিটাল অথেন্টিকেশেন গাইডলাইনের নিয়মগুলো বাধ্যতামূলকভাবেই অথেন্টিকেশন সফটওয়্যারগুলোকে মেনে চলতে হয়। . এই পদ্ধতি নিষিদ্ধ হলে জিমেইলের মতো সাইটগুলোতে অ্যাকাউন্টে প্রবেশে বাড়তি নিরাপত্তার জন্য পাসওয়ার্ডের পাশাপাশি মোবাইলে এসএমএস এর মাধ্যমে পাঠানো কোড প্রবেশ করানোর মতো দুই স্তরের নিরাপত্তা ব্যবস্থা আর স্থাপন করা যাবে না। . এই আইন করা হচ্ছে এই কারণ দর্শিয়ে যে এসএমএস অপেক্ষাকৃতভাবে[img id=189570]অনিরাপদ। কারণ ফোনটি যদি এর মূল মালিকের কাছে না থাকে তখন বিপত্তি ঘটে যেতে পারে। অথবা কোনো ভিওআইপি সার্ভিস এসএমএসটি হাইজ্যাকও করতে পারে। . ডিজিটাল অথেন্টিকেশন গাইডলাইনের ওই খসড়ায় এ সংক্রান্ত অনুচ্ছেদটি এমন: “(ব্যান্ড ভেরিফিকেশনের বাইরে) এসএমএস ব্যবহার করাটা অননুমোদিত, এবং এই গাইডলাইনে আর বিষয়টির অনুমোদন দেওয়া

পেনড্রাইভের জায়গার পরিমান যদি সঠিক না দেখায়, তাহলে কি করবেন? নিয়ে নিন সমাধান

Image
এক কম্পিউটার থেকে আরেক কম্পিউটারে দ্রুত তথ্য আদান-প্রদানের ভালো মাধ্যম পেনড্রাইভ। [img id=189570] অনেক সময় পেনড্রাইভে থাকা জায়গার (স্টোরেজ) পরিমাণ সঠিক দেখা যায় না। মানে ৮ গিগাবাইটের পেনড্রাইভকে দেখাচ্ছে হয়তো ৭.৭৫ বা ৭.৭৯ গিগাবাইট। অপারেটিং সিস্টেম, পেনড্রাইভ কোন ফাইল সিস্টেমে কনভার্ট করা এবং সিস্টেম মেমোরির ওপর নির্ভর করে এমন হয়। বুটিস নামের ছোট্ট একটি প্রোগ্রাম পেনড্রাইভের পার্টিশনগুলোকে এক করে সঠিক আকার নির্ধারণ করতে সহায়তা করে।   যেভাবে কাজটি করবেন প্রোগ্রামটি বহনযোগ্য হওয়ায় ইনস্টল করার ঝামেলা নেই। নামিয়ে নিয়ে দুই ক্লিক করে চালু করুন। কম্পিউটারের ইউএসবি পোর্টে পেনড্রাইভ যুক্ত করুন। . পেনড্রাইভে দরকারি কোনো ফাইল থাকলে আগেই অন্য কোথাও সরিয়ে নিন। বুটিসের Physical Disk ট্যাবের Destination Disk-এর নিচের তালিকা থেকে আপনার পেনড্রাইভ দেখিয়ে দিন। কাজটি সাবধান করুন কারণ ভুলে হার্ডডিস্ক নির্বাচিত হয়ে গেলে আরেক সমস্যায় পড়বেন। [img id=189570]এবার নিচের Parts Manage বোতাম চাপুন। এখানে পেনড্রাইভের সব পার্টিশন দেখাবে। . এখানে শুরুর পার্টিশন নির্বাচন করে নিচ

Important Service Code For GP/ Robi/ Banglalink/ teletalk / Airtel tips

Image
Pls Check Below Bangladeshi All Mobile SIM Oparetor Important Service Ussd Code! For Check Mobile Number, Internet Data Balance Checking, Bonus Sms, MMS, Check Code & How To Can FNF Number Add/Delete/Change Code GrameenPhone(GP) GrameenPhone Balance Check : *566# GrameenPhone Show SIM Number Check : *2# GrameenPhone Package Check : *111*7*2# GrameenPhone Minute Check : *566*24# , *566*20# GrameenPhone SMS Check : *566*2# GrameenPhone MMS Check : *566*14# GrameenPhone Data (MB) Check : *566*10# , *567# GrameenPhone Call Me Back : *123*Number# GrameenPhone Net Setting Request : *111*6*2# GrameenPhone Miss Call Alert (On) : type START MCA & Send to 6222 GrameenPhone Miss Call Alert (Off) : Type STOP MCA & Send to 6222 Banglalink Banglalink Balance Check : *124# Banglalink Show SIM Number : *511# Banglalink Package Check : *125# Banglalink Minute Check : *124*2# Banglalink SMS Check : *124*3# Banglalink MMS Check : *124*2# Banglalink Data (MB) Ch

স্ক্রিন অফ হবার পরই আপনার ফোনের সব ব্যাকরাউন্ড এপস নিজে থেকেই বন্ধ হয়ে যাবে। আর ফোনের চার্জ থাকবে তিনগুন বেশি, আপনার ফোনকেও করবে সুপার ফাস্ট।

Image
হেড লাইন দেখে বিব্রত হওয়ার কিছু নেই। আর আমি যা কিছু বলছি তার সবই সত্তি।বিশশাস হচ্ছে না, বিশশাস না করার কিচ্ছুই নাই। একবার ভুল করে হলেও বিশশাস করেই দেখুন,আর ডাউনলোড করেই দেখুন,।ওকে কথা বাড়িয়ে লাভ নাই,কাজের কথাই আসি। আজ আপনাদের সামনে হাজির হলাম আমার জানা নতুন এক টিউন নিয়ে, একটি এপস নিয়ে,মনে মনে হয়তো এরকম এপই খুজছিলেন। প্রথমেই বলে রাখি যদি এই রকম টিউন এর আগে কেউ করে থাকে তাহলে তার জন্য আমি ক্ষমা চেয়ে নিচ্ছি। আজ আমি যেই এপ নিয়ে কথা বলবো তার নাম AutoKiller.apk এই এপের মূল কাজ হলো আপনার ফোনের Background এ চালিত সকল এপ্স বন্ধ রাখা,অর্থাত যেই এপ গুলো আপনি ব্যবহার করছেন না,সেইগুলো স্বয়ংক্রিয় ভাবে বন্ধ করাই এই এপের মূল এবং প্রধান কাজ।আর এই এপের সব থেকে বিশেষ একটি ফিচার হলো টাইম ইন্টারভেল,এর মাধ্যমে আপনি টাইম নির্ধারন করে দিতে পারবেন যার মাধ্যমে স্ক্রিন অফ হবার পর পর অপ্রয়োজনীয় এপ্স Automatically বন্ধ হয়ে যাবে,যদিও আপনি আপনার মন মতো এর ইন্টারভেল টাইম বাড়াতে কিংবা কমাতে পারবেন,তো আর দেরী কেন?এখুনি নিচ থেকে ডাউনলোড করে ফেলুন এপটি,আর র্যাম খাদক এপ্সদের দ

যে কারণে কিবোর্ডের অক্ষরবিন্যাস আগের মতোই রয়ে গেছে

Image
  অনেকেই সারাদিন ধরে কিবোর্ড ব্যবহার করেন। কম্পিউটারে বা স্মার্টফোনে কিছু লিখতে বা ই-মেইল করতে অহরহ কিবোর্ড টিপাটিপি চলছেই। কিন্তু ইংরেজি অক্ষরগুলো ক্রম অনুসারে না লিখে QWERTY কিবোর্ড কেন ব্যবহার করা হয়? তাও কিবোর্ডের ওপরের দিকের বাম দিকের ৬টি অক্ষর কেন ব্যবহার করা হয়? . ম্যানুয়েল টাইপরাইটারে কিগুলো সাজানো হয় মানুষ সবচেয়ে বেশি যে অক্ষরগুলো ব্যবহৃত হয় তার ওপর ভিত্তি করে। কিন্তু মানুষ ক্রমেই দ্রুততার সঙ্গে লেখতে শুরু করল। [img id=189570]তখন ওই কিবোর্ডটি বাধা হয়ে দাঁড়াল। প্রথম টাইপরাইটারের প্যাটেন্ট করা হয় ১৮৬৮ সালে। তখন অক্ষরগুলো সাজানো হয় পিয়ানোর আদলে। . টাইপরাইটারের কি-এর বারগুলো একটি-অপরটির খুব কাছাকাছি থাকে। অনেকেই বলেন, QWERTY কিবোর্ড আসলে বানানো হয় লেখার গতি কমিয়ে আনতে, কিন্তু[img id=189570]এ ক্ষেত্রে টাইপরাইটার জ্যাম হয়ে যায় না। আগের টাইপরাইটারের দ্রুতগতিতে লিখতে গেলে তা জ্যাম হয়ে যেত। ওই কিবোর্ডের বেশি ব্যবহৃত কি-বারগুলো একে অন্যের বেশি কাছাকাছি ছিল। . এতে লেখার সময় ঘন ঘন আটকে যেতে হতো। এ সমস্যা থেকে মুক্তি পেতে ১৮৭০-এর দশকে বাজারে আস

কম্পিউটারের মত ব্যাবহার করুন অাপনার Android মোবাইল ।

Image
 অাপনাদেরকে অাজকে যেই Apps সম্পর্কে জানাবো সেটা দিয়ে অাপনি অাপনার Android মোবাইল কম্পিউটারের মত ব্যাবহার করতে পারবেন । Apps টির নাম হলো Maltitasking Pro । অাপনি কম্পিউটারে যেমন এক সাথে অনেক গুলো প্রোগরাম একসাথে ব্যাবহার করেন তেমন Android মোবাইলে ও পারবেন । যেমনঃ-Video Player, Audio Player, File Menager, Gallary, Map, Camera, Stop Wach, কিছু গেম অারো অনেক কিছু রয়েছে এই Apps টিতে । অাপনারা যদি বিশ্ষাস না করেন তাহলে Screen Shot গুলো দেখেনঃ- Screen Shot দেখে মনে হয় বুঝে গেছেন কেমন হবে এই Apps টি । তাহলে অার দেরি না করে ডাউনলোড কনে ফেলুন এই দারুন Apps টি । এখান থেকে Download করুন কোন ভুল হলে ক্ষমা করবেন…