Posts

Showing posts from October 20, 2016

আপনার স্মার্টকাকার্ড কবে কোথায় আর কিভাবে পাবেন দেখে নিন নিজেই, আজকের সেরা টিউন

Image
ঢাকা অফিস- সোমবার, অক্টোবর ৩, ২০১৬. ৩ অক্টোবর থেকে উন্নতমানের জাতীয় পরিচয়পত্র (এনআইডি) বা স্মার্টকার্ড বিতরণে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এদিন ঢাকার উত্তরা ও রমনা থানায় এবং কুড়িগ্রামের ফুলবাড়ি উপজেলায় দাসিয়াছড়ার ভোটারদের কার্ড বিতরণ করা হবে। ইসি সচিব সিরাজুল ইসলাম জানিয়েছেন, প্রথমে ওই তিনটি এলাকা থেকে কার্যক্রম শুরু হচ্ছে। এরপর ধারাবাহিকভাবে কাজ চলবে। তিনি বলেন, প্রথমে ঢাকার দুই সিটি, এরপর অন্য নয় সিটি, তারপর জেলা পর্যায়ে স্মার্টকার্ড বিতরণ করা হবে। সবশেষে পাবেন উপজেলা পর্যায়ের ভোটাররা। এদিকে ইসির স্মার্ট এনআইডি প্রকল্প পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল সুলতানুজ্জামান মো. সালেহ উদ্দিন প্রতিবেদককে জানিয়েছেন, যখন যে এলাকায় স্মার্টকার্ড বিতরণ শুরু হবে, তখন সেই এলাকার ভোটাররা অনলাইনে প্রয়োজনীয় তথ্য জানতে পারবেন। এছাড়া ১০৫ নম্বরে ফোন করে বা এসএমএস দিয়েও জানতে পারবেন আপনার স্মার্টকার্ডটি কবে কোথায় দেওয়া হবে। এক্ষেত্রে  services.nidw.gov.bd  লিংকে ক্লিক করলেই একটি উইন্ডো আসবে। যেখানে নির্দিষ্টস্থানে আপনার এনআইডি নম্বর বা ভোটার নিবন্ধন ফরমের স্লিপ নম্বর, জন্ম তারিখ ও ক্যাপচা লিখে ‘কার্ড

নিজের Android ফোন থেকে বন্ধুর Android ফোন কন্ট্রোল করুন মাত্র ১৩০কিলোবাইট এর একটি অ্যাপ দিয়ে,বুঝিতেই পারবে না don’t miss

Image
আশা করি সবাই ভাল আছেন কাজের কথাই আসি, আপনি হয়তো ভাবছিলেন আমার অ্যান্ড্রয়েড ফোনটি দিয়ে যদি আমার বন্ধুর ফোনটি নিয়ন্ত্রণ করতে পারতাম যদি তাই ভেবে থাকেন তাহলে এই টিউন আপ্নার জন্য। যা যা লাগবে =    teblet remote নামের একটি   software (software টির আকার মাত্র 132kb) Software name:Tablet remote ডাউনলোড লিংক:   এখানে ক্লিক করুন [[link এ গিয়ে free download এ ক্লিক করবেন তারপর coad দিয়ে Download file এ ক্লিক করবেন তারপর নিচে App টির নাম দেখতে পাবেন ওটাই ক্লিক করবেন.uc or chrome browser use করবেন]] কাজের ধারা=      tablet remote software টি আপনার ফোন ও আপনার বন্ধুর ফোন এ ইন্সটল দিন।    এবার সফটওয়্যার টি অপেন করুন    অপেন করার পর setup option এ যান, এখানে আপ্নি 2 টি option পাবেন      ১।anable tablet remote in the settings       2।change the input method for tablet remote। প্রথমে আপ্নি ১ নং option টিতে click করুন। click করার সাথে সাথে settings এ চলে যাবে  এখান থেকে আপ্নি tablet remote এ select করুন। এবার back করে ২ নং option আসেন  ২নং এ ঠিক চিনহ দিন= back কর

ইন্টারনেট এর মাধ্যমে ১০০% ফ্রি কল করুন সারা বিশ্ব এর যেকোনো নাম্বারে..!

Image
হঠাত ফোন করা দরকার অথচ ব্যালেন্স নেই বা রিচার্জের উপায় নেই?  ডাউনলোড করে নিন ওয়াটসকল সাইন আপ করে নিয়ে কল করুন যেকোনো নাম্বারে…. ক্রেডিট সম্পর্কিত তথ্য:- প্রতিদিন একবার করে লগ ইন “Check In” করলেই পাবেন ১০০ ক্রেডিট… একটানা সাত দিনে পাবেন ১০০০ অর্থাৎ প্রতি সপ্তাহে ১৬০০ ক্রেডিট.. এছাড়া টাস্ক কমপ্লিট করলে এডিশনাল ক্রেডিট তো আছেই…. ধন্যবাদ……