Posts

Showing posts from July 28, 2016

Hamari Haduri Khani 2

Image

কোন Apps অাপনার অজান্তে অাপনার MB চুরি করতে পারবে না। (No Root Needed)

Image
আপনার অজান্তেই আপনার ফোনের মেগাবাইট শেষ হয়ে যাচ্ছে? অটোমেটিক অ্যাপ ডাউনলোড হয়ে যাচ্ছে?তাহলে এদিকে আসুন আপনার অনুমতি ছাড়া ১কিলোবাইট ও কোন অ্যাপ ব্যবহার করতে পারবে না। latest+premium+cracked version (last update 25July 2016) আমরা আমাদের প্রয়োজনে আমাদের ফোনে অনেক রকম অ্যাপ ইন্সটল দিয়ে থাকি কিন্তু এই প্রয়োজন প্যারা হয়ে যায় যখন অটো কোন কিছু ডাউনলোড/ আপডেট হয়ে গিয়ে মেগাবাইট শেষ করে দেয়। [N.B এটি ব্যবহার করার জন্য আপনার ফোন রুট থাকার কোন দরকার নাই।] প্লে স্টোর এ এই অ্যাপ টির রেটিং অনেক ভাল এবং অনেক কার্যকর অ্যাপ এটি।খুব ভাল কাজ করে।তাছাড়া এটি ব্যবহার করার জন্য আপনাকে আপনার ফোন রুট ও করতে হচ্ছে না।রুট ব্যবহার কারীরা ও এটা ব্যবহার করুন খুব ভাল কাজ করবে। অ্যাপ টি কিভাবে কাজ করেঃ -অ্যাপ টি ইন্সটল করুন দেখুন সব গুলা অ্যাপ/গেমস দেখাবে এবং প্রত্যেক অ্যাপ এর পাশে ২টা আইকন দেখতে পাবেন একটি wifi এবং একটি mobile data যে অ্যাপ গুলা কে আপনি মেগাবাইট খরচ করতে দিতে চান না তার পাশে mobile data তে ক্লিক করুন কাজ শেষ আর ১কিলোবাইট ও ব্যবহার করতে পারবে না আপনার

গ্রামিনফোন দিচ্ছে ইন্টারন্যাশনাল SMS-এ ডিসকাউন্ট।

Image
গ্রামীণফোন লিমিটেড অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছে যে, ২৮ জুলাই, ২০১৬, রাত ১২টা থেকে ইন্টারন্যাশনাল SMS-এ ফ্ল্যাট ডিসকাউন্ট রেট চালু হতে যাচ্ছে। অফারটির মাধ্যমে গ্রামীণফোন গ্রাহকগণ ১.২৫ টাকা + ১৫% ভ্যাট + ৫% সম্পূরক শুল্ক + ১% সারচার্জ রেটে ইন্টারন্যশনাল SMS পাঠাতে পারবেন, যা মূলত পূর্বের ২.৫০ টাকা + ১৫% ভ্যাট + ৫% সম্পূরক শুল্ক + ১% সারচার্জ – রেটের ৫০% ডিসকাউন্টেড রেট। অফারটি ৩০ জুলাই, ২০১৬ রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত চালু থাকবে। অফারটি পেতে গ্রাহককে কোনো অপ্ট-ইন করতে হবে না। বর্তমানে গ্রামীণফোন কর্তৃক সমর্থিত সকল দেশে/নম্বরে অফার চলাকালীন সময়ে ইন্টারন্যাশনাল SMS পাঠানোর ক্ষেত্রে স্বংক্রিয়ভাবে প্রমোশনাল ট্যারিফটি প্রযোজ্য হবে। তবে গ্রাহক ইতিমধ্যে কোনো ইন্টারন্যশনাল SMS বান্ডল অফারে অপ্ট-ইন করে থাকলে বান্ডল অফারের SMS কোটা শেষ না হওয়া পর্যন্ত

নকল স্যামসাং ফোন চিনবেন যেভাবে

Image
– পর্দার চারপাশে একটি কালো আকৃতির খালি অংশ থাকে। – আসল স্মার্টফোনের হোম বাটনটি পর্দার নিচে খুব কাছাকাছি থাকবে। – নকলগুলোতে একটু নিচে থাকে, যা খেয়াল না করলে বোঝা যায় না। নকল ফোনে স্যামসাংয়ের লোগোতে নখ বা অন্য কিছু দিয়ে আঁচড় কাটলে সেটি উঠে যায়। – নকল স্মার্টফোনের প্যাকেটের সঙ্গে সাধারণত একটি ফ্লিপ কভার বিনা মূল্যে দেওয়া হয়, যা আসল ফোনের সঙ্গে থাকে না। – ওপরের পদ্ধতিগুলো প্রয়োগ করেও যদি বুঝতে না পারেন যে সেটি আসল না নকল ফোন সে ক্ষেত্রে ‘এলসিডি টেস্ট’ করে নিতে পারেন। – ফোনটিতে *#০*# চাপুন। ফোন আসল হলে সঙ্গে সঙ্গে পর্দায় এলসিডি টেস্ট দেখা যাবে। নকল সেটে এটি কখনোই আসবে না। আসল ফোনে *#১২৩৪# চাপলে ভার্সন এপি, সিপি ও সিএসসি সিরিয়াল নম্বর, *#০ *# চাপলে জেনারেল টেস্ট মোড এবং *# ০২২৮# দিয়ে ব্যাটারি স্ট্যাটাস দেখা যাবে। নকল ফোনে এসব ‘কোড’ কাজ করে না।

আপনার ফোনে কত অডিও গান আছে? ১০০০টি,২০০০টি,৩০০০টি বা তার্ ও বেশি, এক ক্লিকেই সব গানে আপনার নাম+ফটো বসিয়ে দিন।টেগ করুন।

Image
আলোচনা করছি টিউনের শিরোনাম শুনে আগেই আন্দাজ করতে পেরেছেন আজ আমি কি শেয়ার করতে যাচ্ছি। এই এপ্স টি দিয়ে আপনার ফোনের সকল গানে আপনার ফটো বসিয়ে দিতে পারেন। অন্যের ফটো গানে থাকলে খারাপ লাগে। কেন আপনার/আমার ফোনে অন্যের ফটো ভাসবে? তাই কি হয়? তাই এক এক টা করে গান এডিট করার দিন শেষ। নিয়ে এলাম। মাল্টি ট্যাগার। এবার নিচ থেকে Apps টি ডাউনলোড করে নিন Name of Apps: Audio Tagger Size Of Apps: 2.08 MB Link of Download ডাউনলোড করতে এখানে যান

এবার কম্পিউটার এর Active Password না জেনেই সেট করুন নতুন Password

Image
আমরা অনেক সময়ই কম্পিউটার এ সেট করা Password ভুলে যাই। আর এই কারনে আমাদের সমস্যার সম্মুখীন হতে হয়। অনেকই গভীর চিন্তায় পরে যান,কি করবেন বুঝতেই পারেন না। কিন্তু এটা চিন্তার কোন ব্যাপারই না। আপনি খুব সহজেই Active Password টি না যানা সত্তেও নতুন Password সেট করে সমস্যার সমাধান করতে পারবেন। কম্পিউটার এর Active Password না জেনে নতুন Password পরিবতন করতে করনীয় – প্রথমে Start — -> Computer , Select –>Right Button ,Select — >Manage — >System Tools — > Local User And Groups Click —– >Click User – > এখন আপনার কাঙ্কিত ইউজার টি সিলেক্ট করে মাউস এর ডান বাটন প্রেস করুন >এখন Set Password—— >Proceed — ->এ ক্লিক করে আপনার নতুন এবং Conform Password টি দেন। তাহলে আপনার কাঙ্কিত ইউজার এর Active Password পরিবতন হয়ে যাবে।

বাংলালিঙ্ক দিচ্ছে ৩জিবি ইন্টারনেট ২১০ টাকায় সময় থাকতে নিয়ে নিন

Image
ওহ হ্যা বাংলালিঙ্ক এর ৩ জিবি বাংলালিঙ্ক এ ১ জিবি প্যাক কিনলে দিচ্ছে ২জিবি ফ্রী ফ্রী এম্বি ইউজ করা যাবে রাত ২ টা থেকে দুপুর ১২ টা ।বাকি ১ জিবি সবসময় । প্যাকটি কিনতে আপনাকে ডায়াল করতে হবে *5000*581# আর ফোন এ ২১০ টাকা+অতিরিক্ত ভ্যাট রাখতে হবে

এখন থেকে অন্যের ওয়াইফাই চালান আরো সহজে

Image
আজ আপনাদের সাথে পরিচয় করিয়ে দিব এমন একটি সফটওয়ার এর যার মাধ্যমে আপনি আপনার নিকটবর্তী ওয়াইফাই কে খুব সহজেই বের করতে পারবেন এবং নেটওয়ার্কিং এর সুবিদা থাকায় আপনি আপনার আশেপাশের ওয়াইফাই রেঞ্জ এ না  থাকলেও সফটওয়ারটি ডিরেকশন দিবে । পাশাপাশি রয়েছে ওয়াফাই নেটওয়ার্ক শেয়ারিং সুবিধা যার কারনে আপনি খুব সহজে এবং সেফটি উপায়ে ওয়াইফাই শেয়ার ও ব্যবহার করতে পারবেন । তাছাড়া এর কিছু এক্সট্রা সুবিদা হচ্ছে এটি ফোন এর ব্যাটারির চার্জ সেভ করে পাশাপাশি ফোন এর জাঙ্ক ফাইল ও ক্লিয়ার করে । এক কথায় এটি দারুন । আগেই বলেছিলাম আমার আজ সময় কম তাই বায় আর সফটওয়ারটির গুগল প্লেস্টোর লিঙ্ক দিলাম প্লেস্টোর থেকে ঈনস্টল করতে ক্লিক করুন এখানে

মোবাইল Max প্রেয়ার দিয়ে টিভি দেখুন ফ্রী তে ২৫০টি চ্যনেল 2G & 3G নেটওয়ার্কে

Image
 আর কারোর বাড়িতে ডিস নেওয়া লাগবে না,এমন কি,বারবার ডিস অফ হয়ে যাই,সে চিন্তা বাদ দিন,কারন এখন থেকে Android ফোনের জন্য নিয়ে এলো ডিস সারর্ভিচ, 250 টি চ্যানেল থাকছে,2G & 3G service,master & convart,কোনো সময় ডিস অফ হবেনা,ভাবছেন কি ভাবে,তা হলে দেখুন প্রথমে এখানে যান,click here তারপর→ নিচের ফটোর মত আসবে, অাপনি কি ধরনের চ্যনেল দেখতে চান তা সিলসিলেক্ট করুন→তারপর সেই ধরনের চ্যনেল গুলো এইরকম আসবে,  পরের ছবির মতো অনেকগুলো চ্যনেল অাসবে অাপনি কোন চ্যলেন দেখবেন সেই চ্যনেলটি সিলেক্ট করুন বুঝতে কনো সমশ্যা হলে কমেন্ট করুন|

ফেসবুকের জন্য নিয়ে নিন অসাধারন ৬ টি কোড মিস করবেন না

Image
কেমন আছেন সবাই? আপনার হয়তো আগেই এ কোডগুলা দেখেছেন কিন্তু অনেকে কাজ করতে পারেননি এবং অনেকজনের রিকোয়েস্ট এ আজ নতুন করে সব গুছিয়ে লিখলাম। ১। নীল রঙের স্ট্যাটাস দিতে @@ +[1:[0:1:যা লিখতে চান]] ২।ফাকা কম্যান্ট করতে @+[0:] ৩।কোড ছাড়া নীল কালারে কম্যান্ট করতে # word +_word_word3 ৪।নিজের নাম , পেজ বা গ্রুপের নাম ম্যানশন করতে @ +[আইডি নাম্বার:]নিজের ফেসবুক আইডির আইডি নাম্বার জানতে ডায়েল করুন graph.facebook. com/ username অথবা আপনি যার ফেসবুক আইডি কোড জানতে চান তার প্রোফাইল পিকচারে ক্লিক করে লিঙ্ক থেকে আইডি কোড বের করতে পাবেন। ৫।নিজের নাম মেনশন করতে @ +[আইডি কোডঃ]সিঙ্গেল নাম মেনশন করতে @ +[আইডি কোডঃনামের একটি অংশ] ৬।ভিন্ন কালাতে কম্যান্ট করতে এখাণে a এর পরিবর্তে যেকোন ইংরেজি শব্দ ব্যবহার করতে পাবেন। যেমন b , c , d আপনার ইচ্ছেমত। (বি:দ্র: (+) চিহ্নটা বাদ দিতে হবে) ট্রাই না করে বাজে কমেন্ট করবেন না। কোনো সমস্যা হলে জানাবেন।

কম্টিউটার বা ল্যাপটপে যারা ফেসবুক চালান তাদের জন্য ১০ টি অসাধারন টিপস

Image
কম্পিউটার থেকে দ্রুত ফেসবুক ব্যবহারের জন্য রয়েছে কিছু শর্টকাট কি। এখানে ১০ শর্টকাট দেয়া হলো ১. Shift + Alt + 0 ফেসবুক হেল্প সেন্টার ২. Shift + Alt + 1 ফেসবুকের প্রথম পাতা ৩. Shift + Alt + 2 আপনার ফেসবুকের প্রোফাইল পাতা ৪. Shift + Alt + 3 ফ্রেন্ড রিকোয়েস্ট ৫. Shift + Alt + 4 মেসেজেস ৬. Shift + Alt + 5 নোটিফিকেশন ৭. Shift + Alt + 6 অ্যাকাউন্ট সেটিং ৮. Shift + Alt + 7 প্রাইভেসি সেটিং ৯. Shift + Alt + 8 ফেসবুক পেজেস ১০. Shift + Alt + M নতুন বার্তা লিখুন