Posts

Showing posts from July 26, 2016

Broken Angel mix

Image

পিসি হ্যাং কেন হয়? হ্যাং হলে করণীয় এর হাত থেকে বাচার উপায় কি?

Image
আমি আজ আপনাদের কম্পিউটারের এমন হ্যাং সমস্যার সম্পর্কে আলোচনা করব যা আমরা কম্পিউটার ব্যবহারে প্রতিনিয়ত ফেস করে আসছি। আশা করছি কম্পিউটারের হ্যাং সমস্যা সমাধান করতে পুরো পোষ্টটি মনোযোগ সহকারে পড়ে নিবেন।  ১। পিসি হ্যাং কি? পিসির হ্যাং এমন একটি সমস্যা যা আপনার পিসির চলমান কার্য প্রকৃয়ার ব্যাঘাত ঘটায়। এটি মূলত যখন হয়ে থাকে তখন পিসিতে চলমান কাজগুলো থেমে যায়। এক পর্যায়ে মনিটরে আমরা একটি মাত্র ছবি যা ক্যাপচার এর মত ঝুলন্ত অবস্থায় দেখতে পাই। পিসি তখন কোন কমান্ড এর রেসপনস্ করেনা। যদি পুনরায় আমরা পিসিকে কোন কমান্ড করি তখন দেখা যায় মনিটরে হালকা সাদা রং এর ফ্লাসের মতো দেখায়। এক পর্যায়ে পিসি তাকে কামন্ড কৃত সকল কাজগুলো করা বন্ধ করে দেয়। এভাবে চলতে থাকে। কখনো কিছু সময় পরে হ্যাং চলে যায়, আমরা তখন মনিটরে আমাদের সকল কমান্ড গুলোর রেজাল্ট দেখতে পাই। আবার কখনো কখনো হ্যাং পিসিকে রিস্টার্ট দেওয়ার পূর্ব পর্যন্ত চলতে থাকে। মোটকথা, হ্যাং হলো পিসির অস্বাভাবিক অবস্থা যা পিসির স্বাভাবিক অবস্থার বিপরীত চিত্র প্রদর্শন করে থাকে। ২। হ্যাং কেন হয়? হ্যাং এমন একটি সমস্যা যা যেকোন মূহুর্তেই হতে পারে। বিশেষ করে যখন রেমে

নিজের ফেক NID,College id,Police id,Facebook id তৈরি করুন খুব সহজে।

Image
হেড লাইন দেখে বিব্রত হওয়ার কিছু নেই। আর আমি যা কিছু বলছি তার সবই সত্তি। বিশশাস হচ্ছে না, বিশশাস না করার কিচ্ছুই নাই। এবার আপনি নিজে আপনার ফেইক Nation id,Facebook id,police id,student id তৈরি করে সবাই কে চমকে দিন। App Name :Fake Id generate size:4mb আমাদের অনেকেই আছেন যার আইডি কার্ড নেই।কিন্তু আইডি কার্ড থাকা ভাল। অনেক সময় ফেসবুকে আইডি কার্ড ভেরিফিকেশ এ পড়ে।আপনি তো নিজের আইডি কার্ড দিবেন না।আপনি তখন এখান থেকে ফেইক আপডি বানিয়ে জমা দিতে পারবেন। তাড়াছা আপনি নিশ্চয় চাইবেন আপনার একটি Student id থাকুক আপনি সেটা ও বানিয়ে নিতে পারবেন।তাছাড়া পুলিশের আইডি তাও বানাতে পারবেন। এটি ব্যবহার করা একদম সহজ জাস্ট অ্যাপ টি ডাউনলোড করে ইন্সটল করে নিন ওপেন করুন।আপনি কিসের আইডি বানাতে চান সেটা সিলেক্ট করুন।এবং ইনফরমেশন গুলা দিন কাজ শেষ হয়েগেল ফেইক আইডি। ডাউনলোড করতে এখানে যান ডাওনলড করার পর ইন্সটল করে ওপেন করলে সব কিছু আপনি নিজে নিজেই বুঝতে পার বেন ওকে সবাই ভাল থাকবেন সুস্থ থাকবেন।

একনজরে আইফোন ৭ সম্পর্কিত গুজবগুলো

Image
সেপ্টেম্বরের প্রথম বা দ্বিতীয় সপ্তাহেই বাজারে আসছে আইফোন ৭। তার মানে আর মাত্র আট সপ্তাহেরও কম সময়ের মধ্যে এ- সম্পর্কিত যত গুজব আছে তা সব কর্পুরের মতোই উবে যাবে এবং বাস্তবতা চাক্ষুষ হবে। তার আগে আসুন ফের আরেকবার আমরা আইফোন ৭ সম্পর্কিত গুজবগুলোর ওপর নজর বুলিয়ে নেই। . ★★ডিজাইনঃ গুজব ছড়িয়েছিল ২০১৬ সালে অ্যাপল সম্পূর্ণ নতুন ডিজাইনের আইফোন বাজারে আনবে। কিন্তু গত কয়েক মাসে ফাঁস হওয়া কিছু ভিডিও এবং ছবি থেকে নিশ্চিত হওয়া গেছে তেমন কিছু ঘটতে যাচ্ছে না এবার; শুধু আগের মডেলে সামান্য কিছু পরিবর্তন আনা হচ্ছে। এমনকি আইফোন সেভেনকে আপনি চাইলে ‘আইফোন ৬এসএস’ নামেও আখ্যায়িত করতে পারেন! গুজব ছিল, এবার একই সিরিজের তিনটি হ্যান্ডসেট বাজারে ছাড়া হবে- আইফোন ৭, আইফোন ৭ প্লাস এবং আইফোন ৭ প্রো। কিন্তু সাম্প্রতিক গুজব হলো ৩টি নয় আগের মতোই এক সঙ্গে একই সিরিজের দুটি হ্যান্ডসেটই বাজারে ছাড়বে অ্যাপল। . ★★★আরেকটি গুজব ছিল এর ৩.৫ মিলিমিটারের হেডফোন জ্যাক নিয়ে। এবার সম্ভবত অ্যাপল সত্যিই নতুন কোনো চমক দেখাতে পারে। আইফোন সেভেনের সঙ্গে নতুন কোনো বিদ্যুৎ চমকানো ইয়ারপড হেডফোন যুক্ত করতে পারে অ্যাপল। অথবা মটোরোলার মটো জেড