Posts

Showing posts from July 19, 2016

‘লাইভ নিউজ নেটওয়ার্ক’ হতে চলেছে ফেসবুক?

Image
সম্প্রতি খবরের দুনিয়ার বড় খবরটি ছিল, ফেসবুক সাংবাদিকতার দুনিয়া থেকে দূরে থাকছে। . কিন্তু রাজনৈতিকভাবে প্রভাবিত কিছু সংবাদ প্রচারের মাধ্যমে ফেসবুক বিতর্কের জন্ম দেয়। কিছু রক্ষণশীল ওয়েবসাইটের খবর কিভাব প্রচার করে ফেসবুক? বিশ্বের সবচেয়ে বড় সোশাল মিডিয়া জানায়, তারা আসলে বিভিন্ন মিডিয়া কম্পানির মাধম্যে প্রচারিত বিয়ে ও শিশুর ছবি তুলে আনার জন্যে নতুন অ্যালগোরিদমের পরীক্ষা চালাচ্ছে। . এর পর ফেসবুকের ফেসবুকের মার্ক জাকারবার্গ যখন ফেসবুকের লাইভ ভিডিও ফাংশনের ঘোষণা দিলেন, তখনও বন্ধুদের আরো কাছে থাকার প্রসঙ্গেই কথা বললেন তিনি। এপ্রিলে কিছু ভিডিও পরীক্ষামূলকভাব প্রচার করা হলো। সেখানে পারিবারিক বিষয় এবং মানুষের জীবনের মজার কিছু ভিডিও প্রকাশ পেলো। একে নতুন কিছু বলে অভিহিত করলেন জাকারবার্গ। . কিন্তু জুলাইয়ে বিষয়টি অন্যদিকে মোড় নিলো। আমেরিকার মিনেয়াপোলিসে এক পুলিশ অফিসার যখন ফিলান্ডো ক্যাসটাইল নামের এক কালো তরুণকে কয়েকটি গুলি করলেন, তখন সে ঘটনা তরুণের প্রেমিকা স্মার্টফোনের ফেসবুকের ‘গো লাইভ’ বাটনে চাপ দিয়ে প্রকাশ করলেন ফেসবুকে। পরে তরুণীকে মাটিতে ফেলে হাতে হাতকড়া পরানো হয়। তখনই লাইভ চলছিল ঘটনাটি। .

কি কারনে স্মার্টফোন অত্যাধিক গরম হয়? বিস্তারিত সহ প্রতিকারগুলো জেনে নিন।

Image
আজকাল প্রায় সবধরনের ফোন এ, সে ফোন Android হোক আর Apple হোক আর উইন্ডোজ ফোন হোক কিংবা সস্তা বা দামী। একটি সমস্যা কিন্তু লেগেই থাকে, তা হলো অত্তাধিক গরম হওয়া। আপনার ফোন এর সাথে যদি এমনই কোনো সমস্যা ঘটে থাকে তবে আজকের এই টিউনটি আপনার জন্যই। আজ আমি বেশ কিছু বিষয়ে আলোচনা করবো, যেমনঃ কেনো স্মার্টফোন অত্যাধিক গরম হয়? স্মার্টফোন গরম হওয়াটা কি স্বাভাবিক? এবং অত্তাধিক গরম হওয়া থেকে আপনার স্মার্টফোনটিকে কীভাবে রক্ষা করবেন? স্মার্টফোন অত্যাধিক গরম হওয়ার কারন সমূহ দেখুন যদি গরম হওয়ার কথা বলি তবে বলতেই হয় যে প্রতিটি ইলেক্ট্রনিক যন্ত্রপাতি বা মেশিন ই গরম হয়। উদাহরণ সরূপ আপনার গাড়ি, কম্পিউটার ইত্যাদি সব কিছুই গরম হওয়া থেকে বিরত নয়। গাড়ি ঠাণ্ডা রাখতে পানি ঢালা হয়, কম্পিউটার ঠাণ্ডা রাখতে ফ্যান ব্যবহার করা হয় তাছাড়া এর ভেতর HeatSheild থাকে। তো আসলে বলতে পারেন স্বাভাবিক ভাবে স্মার্টফোন একটি ইলেক্ট্রনিক যন্ত্র হওয়ার কারনে এটি গরম হয়। তারপরও আমি আপনাদের সব কিছু খুলে বলবো। তো চলুন জেনে নেয় স্মার্টফোন অত্যাধিক গরম হওয়ার কারন সমূহ। প্রসেসরঃ  স্মার্টফোন গরম হওয়ার জন্য প্রথম যে দায়ী তা হলো প্রসেসর। প

নতুন অল-ইন-ওয়ান কম্পিউটার

Image
ডেল ব্র্যান্ডের ইনসপায়রন ৭৪৫৯ অল-ইন- ওয়ান কম্পিউটার বাজারে এনেছে স্মার্ট টেকনোলজিস (বিডি) লিমিটেড। . ইন্টেল কোর আই সেভেন প্রসেসরের এই কম্পিউটারে . ★★১২গিগাবাইট ডিডিআর ৪ র্যাম, . ★★১ টেরাবাইট হার্ডডিস্ক ড্রাইভ, . ★★ ৩২ গিগাবাইট সলিড স্টেট ড্রাইভ, . ★★২৩ দশমিক ৮ ইঞ্চি এলইডি মনিটর, . ★★৪ গিগাবাইট গ্রাফিকস কার্ড এবং . ★★উইন্ডোজ ১০ হোম অপারেটিং সিস্টেম থাকছে। . দাম ১ লাখ ২৫ হাজার টাকা। ধন্যবাদ

যে কাজ গুলো শুধু এন্ড্রয়েডেই ডিভাইসেই সম্ভব কিন্তু অন্য কোন ডিভাইসে সম্ভব নয় ।

Image
এন্ড্রয়েড অপারেটিং সিস্টেমটি ওপেন সোর্স সিস্টেম হওয়াতে এর মাঝে আমরা ইচ্ছামতো কাস্টমাইজেশন করতে পারি এবং এমন অনেক কিছু করা যায় যা অ্যাপল কিংবা উইন্ডোজ এর মোবাইল দিয়ে আপনি করতে পারবেন না। তবে তারপরও আপনি আপনার এন্ড্রয়েড ডিভাইস দিয়ে এমনকিছু করতে পারবেন যা কিনা আপনার উইন্ডোজ পিসি করতেও অক্ষম!! হ্যাঁ! অবাক হচ্ছেন কেন?? আসুন দেখাচ্ছি তিনটি চরম টিপস যা আপনি এন্ড্রয়েড দিয়ে করতে পারবেন। অ্যাপ প্রোগ্রামিংঃ ধরুন আপনি একটি অ্যাপ বানাবেন মোবাইল এর জন্যে হতে পারে সেটা আইফোন অ্যাপ কিংবা উইন্ডোজ অথবা ব্লেকবেরি এমনকি সিম্বিয়ান। এখন কথা হল, আইফোন এর অ্যাপ বানাতে আপনাকে মাস্ট ম্যাক অপারেটিং সিস্টেম থাকতে হবে কারন এক্সকোড নামক সফটওয়্যারটি উইন্ডোজ এ চলবে না যেটি লাগবে। এবার ধরুন উইন্ডোজ অথবা সিম্বিয়ান এর অ্যাপ বানাবেন তাহলে আপনাকে অন্তত একটি পিসি থাকতে হবে। কিন্তু আপনার যদি একটি এন্ড্রয়েড মোবাইল থাকে তাহলে আপনার আর কিছুই লাগতেছে না। আপনার মোবাইল অথবা ট্যাব থেকেই যেকোনো অ্যাপ এর প্রোগ্রামিং করতে পারবেন যা একমাত্র এন্ড্রয়েড মোবাইল অপারেটিং সিস্টেম এ সম্ভব। প্রতি কদম এর গননা করুন এজ পেডোমিটারঃ পেডোমিটার এর

ভিডিও অটোপ্লে বন্ধ করুন, সহজ পদ্ধতিতে..

Image
এমন অনেক ওয়েবসাইট আছে, যেখানে গেলে স্বয়ংক্রিয়ভাবে ভিডিও চালু (অটোপ্লে) হয়ে যায়। আবার এখন ফেসবুকের নিউজফিডে মাউস স্ক্রল করলেই বন্ধুদের শেয়ার করা ভিডিওগুলো স্বয়ংক্রিয়ভাবে চালু হয়ে যায়। কখনো এটি বেশ বিরক্তির কারণও হয়ে দাঁড়ায়। এমন সমস্যায় ওয়েব ব্রাউজারের সেটিংসে কিছু পরিবর্তন আনলে স্বয়ংক্রিয়ভাবে চালু হওয়া ভিডিও বন্ধ করা যাবে।  . যা করতে হবেঃ  . ফেসবুক ভিডিওঃ ♣♣ফেসবুকে লগ-ইন করুন। ওপরের ডান পাশের কোনার তির চিহ্নে ক্লিক করে Settings নির্বাচন করুন। বাঁ পাশের তালিকা থেকে Videos-এ ক্লিক করুন। ভিডিও সেটিংসের Auto-Play Videos-এর ডানে কম্বো বক্স (Default) থেকে Off নির্বাচন করলে ফেসবুকের ভিডিও আর স্বয়ংক্রিয়ভাবে চালু হবে না। . . এ ছাড়া অন্যান্য ওয়েবসাইটে চলা স্বয়ংক্রিয় ভিডিও বন্ধ করতে ব্রাউজারের সেটিংসে কিছু পরিবর্তন আনতে হবে। ব্রাউজার ভেদে এখানে সে নিয়মগুলো দেওয়া হলো।  . . ♣♣ক্রোমঃ গুগল ক্রোম ব্রাউজার চালু করে অ্যাড্রেস বারে chrome://settings/content লিখে এন্টার করুন। Plugins-এর অধীনের Let me choose when to run plugin content নির্বাচন করে দিন। এবার আবারও অ্যাড্রেস বারে গিয়ে chrome://pl

যেকোন মোবাইল নিয়ন্ত্রন করুন যেকোন জায়গা থেকে !!!!!

Image
বন্ধরা আপনার সবাই কেমন আছেন।আশা করি ভাল আছেন।আমি আজ আপনাদের সাথে যে টিপ্সটি শেয়ার করতে যাচ্ছি তা হয়তো অনেকে জানেন।আমরা অনেক সময় দেখি যে আমাদের অনেক বন্ধ মোবাইল নিয়া বিপদে আছে,যেমন হয়তো তারা ইমো,স্কাইপ,হোয়াটস এপ,মেসেঞ্জার বা অন্য কিছু সেটিং করতে পারতেছে না। কিন্তু আপনার যারা একটু পটু তারা কিন্তু তাদের বোকা বন্ধদের কে নানা রকম ভাবে বুঝাতে হয়। তারপরও তারা কিন্তু আপনাকে ফোন করে অল টাইম বিরক্ত করে থাকে তার সমস্যার সমাধান করার জন্য। তো তাদের সমস্যার সমাধান করার জন্য আজ আমার এই টিউটোরিয়াল। যেমন হয়তো তারা ইমো,স্কাইপ,হোয়াটস এপ,মেসেঞ্জার বা অন্য কিছু সেটিং করতে পারতেছে না। কিন্তু আপনার যারা একটু পটু তারা কিন্তু তাদের বোকা বন্ধদের কে নানা রকম ভাবে বুঝাতে হয়। তারপরও তারা কিন্তু আপনাকে ফোন করে অল টাইম বিরক্ত করে থাকে তার সমস্যার সমাধান করার জন্য। তো তাদের সমস্যার সমাধান করার জন্য আজ আমার এই টিউটোরিয়াল।তার জন্য আপনাকে তার মোবাইলে প্রথমে একটা Software ডাউনলোড করতে হবে। যে মোবাইলের কাজ করতে চায় সে মোবাইলের প্লেস্টোর থেকে quicksupport Software টি ডাউনলোড করে ওপেন করলে আপনি একটা কোড পাবেন,সেই কোড দ

বিপিএলের লোগো উম্মোচন

বাংলাদেশ প্রিমিয়ার লীগের (বিপিএল) লোগো উম্মোচিত হয়েছে। আজ রাজধানীর একটি পাঁচতারা হোটেলে জমকালো এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে জেবি বাংলাদেশ প্রিমিয়ার লীগের লোগো উম্মোচিত হয়। আগামী ২৪ জুলাই থেকে চারটি ভেন্যুতে শুরু হবে বিপিএল। আগামী পরশু বন্দরনগরী চট্টগ্রামে ঘরোয়া ফুটবলের জনপ্রিয় এই আসরের উদ্বোধন হবে। সোমবার ১২ দলের অধিনায়ককে নিয়ে ফ্যাশন শো দিয়েই শুরু হয় লোগো উম্মোচন অনুষ্ঠান। ‘লেটস সাউট ফর ফুটবল’ এই গানের সঙ্গে নেচে মঞ্চ মাতিয়ে যান জনপ্রিয় অভিনেতা নিরব ও সহশিল্পীরা। এরপর স্থানীয় শিল্পীদের মনোমুগ্ধকর পরিবেশনার মধ্য দিয়ে এগিয়ে চলে অনুষ্ঠান। সারাদেশের ফুটবলের জনপ্রিয়তাকে ছড়িয়ে দিতে নতুন রূপে প্রিমিয়ার লীগের আয়োজন করতে যাচ্ছে সাইফ পাওয়ার টেক ও বাফুফে। লোগো উম্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বীরেন শিকদার। প্রধান অতিথি তার ভাষণে বলেন, ‘বাফুফে ফুটবলকে আবার সেই আগের অবস্থানে নিয়ে যাওয়ার জন্য যে উদ্যোগ নিয়েছে, তাদের শুভেচ্ছা জানাই। ফুটবলের যে জনপ্রিয়তা ছিল, আমরা ফুটবলকে সেই আগের অবস্থানে নিয়ে যাব। বিশেষ করে ফুটবলকে তৃণমূল পর্যায়ে ছড়িয়ে দিতে ব্যবস্থা ন

[NO ROOT] আপনার মেমোরি ৩০০-১.৫ জিবি খালি করুন কুনু ফাইল ডিলিট না করে by 👹SAJOL ROY✌

Image
প্রথমে দরকার এক্তি ফাইল মেনেজার এর। আমি ইএস ফাইল মেনেজার সাজেস্ট করব। আবার ইএস থেকে show hidden files এটি অন করে নিন। এবার search box এ গিএ লিখুন cache অ্যান্ড সার্চ দিন। এবার সার্চ করা সব ফাইল ডিলিট করে দিন। একে একে এইভাবে (data/txt) লিখে সার্চ দিন অ্যান্ড ডিলিট করুন। এবার একটি কি ওয়ার্ড দিব জা আগে কার কাছে দেখি নি বা শুনি নি। সার্চ বক্স এ গিয়ে thumb লিখে সার্চ দিন। সার্চ করা অল্ল ফাইল সিলেক্ট করুন অ্যান্ড ডিলিট করুন। জারা আগে করেন নি আমি নিশছিন্তে বলতে পারি তাদের ১ জিবি ত খালি হবেই। এই পোস্ট আমি আগে কুথাও পাই নি। ভাব্লাম আপনাদের সাহাজ্জ করি। কেউ খারাপ মন্তব্ব করবেন না দয়া করে। আমি কুনু মুল্লবান ফাইল ডিলিট না করার কথা বলচি। ১ cache/data ফাইল ডিলিট করলে আপনার অ্যাপ এর কুনু ক্ষতি হবে না। ২ txt চাইলে না করতে পারেন। ৩ thumb এই ফাইল টি অবশ্য ডিলিট করবেন এটি আপনার ফোন কে স্লও করবে। একি ভাবে cache ফাইল অ। আমি এইবার ssc পরিক্ষারতি আমার জন্ন দুয়া করবেন।

গুগলের এই গোপন সুবিধাগুলো জানেন কি?

Image
যে কোন কিছু খুঁজতে এখন নির্ভরযোগ্য মাধ্যম হলো গুগল। গুগল সব জানে। তাই জ্ঞানের আরেক নাম গুগল বললে খুব একটা ভুল বলা হবে না। বেশিরভাগ মানুষ গুগলের দরজা দিয়ে ইন্টারেনট দুনিয়া প্রবেশ করেন। বিশালতার ব্যাপ্তি। এমনকী, ৮০ শতাংশ ইন্টারেন্ট ব্যবহারকারী গুগলকে হোমপেজ সেট করে রাখেন। গুগল শুধু সার্চের জন্যই নয়, বিশেষ দিনে অভিনব ভাবনায় উপহার দিয়ে থাকে আমাদের। কখনও মজার, কখনও বুদ্ধিদীপ্ত। তবে গুগলের এই ট্রিকসগুলো চেষ্টা করে দেখুন। আপনার জন্য গোপনে কত মজাই না লুকিয়ে রেখছে গুগল! ★★..০১. ফ্লিপ আ কয়েন: গুগল সার্চ বারে ফ্লিপ আ কয়েন (Flip A Coin) টাইপ করে ‘আই অ্যাম ফিলিং লাকি’তে ক্লিক করুন। দেখবেন গুগল কয়েন নিজের থেকেই হেড অ্যান্ড টেল দেখাচ্ছে। . ★★..০২. রোল আ ডাইস: গুগলের সঙ্গে লুডো খেলতে পারেন। কী ভাবে? গুগল সার্চ বারে রোল আ ডাইস (Roll A Dice) লিখুন। দেখতে পাবেন একটি ডাইস। যতবার রোল করাবেন, আলাদা আলাদা নম্বর পাবেন। যেমন আমরা লুডোয় পেয়ে থাকি। . ★★..০৩. আস্কউ: গুগল সার্চে আস্কউ (Askew) টাইপ করলে দেখতে পাবেন গুগল সার্চ বার ও ফুটার একটু হেলে গেছে। . ★★০৪. জার্গ রাশ: গুগলের মজার ট্রিকস। সার্চ বারে জার্গ

হোয়াটসঅ্যাপের নতুন ফন্ট সুবিধা

Image
হোয়াটসঅ্যাপ যাতে একঘেয়ে না হয়ে যায় সেজন্য একের পর এক পরিবর্তন আনছেন এর নির্মাতারা। . সেই ধারাবাহিকতায় এবার আপনার জন্য রয়েছে দারুন খবর। ফন্টের একঘেয়েমি কাটাতে হোয়াটসঅ্যাপ নিয়ে এসেছে নতুন ফিচার্স। তবে এই ফিচার্স শুধুমাত্র অ্যান্ড্রয়েড এবং iOS ব্যবহারকারীদের জন্য। হোয়াটসঅ্যাপে চ্যাটিং করার সময় এতদিন ফন্ট নিজের ইচ্ছামতো পরিবর্তন করতে পারতেন না। . এবার নতুন ফিচার্সের মাধ্যমে হোয়াটসঅ্যাপেও নিজের ইচ্ছামতো ফন্ট বদলাতে পারবেন। নতুন ফন্ট হোয়াটস অ্যাপের অ্যান্ড্রয়েডের v2.16.179 বেটা ভার্সনে পাওয়া যাবে। . কিন্তু কীভাবে নতুন ফন্ট ব্যবহার করবেন? যে শব্দটিতে আপনি ফন্ট বদলাতে চাইছেন, তার আগে এবং পরে (`) এই চিহ্ন ব্যবহার করুন। তাহলেই ফন্ট বদলে যাবে। ধন্যবাদ

অ্যাপোলো ১১ ঘেরা রহস্য! আসলেই কি চাঁদে গিয়েছিলো মানুষ! নাকি সব বানানো গল্প ?

Image
চাঁদে অবতরণ করা প্রথম মনুষ্যবাহী আকাশজান হলো অ্যাপোলো ১১। ১৯৬৯ সালের ১৬ জুলাই নীল আর্মস্ট্রং, মাইকেল কলিন্স, এডুইন অল্ড্রিন জুনিওর কে নিয়ে অ্যাপোলো ১১ ফ্লোরিডা থেকে উৎক্ষেপিত হয়। ২০ জুলাই নীল আর্মস্ট্রং ও এডুইন অল্ড্রিন প্রথম মানুষ হিসেবে চাঁদের মাটিতে পা রাখেন। ২৪ জুলাই তারা পৃথিবীতে অবতরণ করেন। মহাকাশে বিচরণের দিক দিয়ে আরেকধাপ এগিয়ে যায় মানবজাতি। . তবে এখানে বেশ সন্দেহের অবকাশ রয়েছে। অনেকেই দাবি করেন সেদিন যা হয়েছিলো তা পৃথিবীর বড় মিথ্যাচার। এর চেয়েও আশ্চর্য্যজনক বিষয় হলো আমেরিকার ২০% মানুষ মনে করে আমরা কখনো চাঁদে যাই নি। এই সন্দেহ কে আরো এক ধাপ এগিয়ে দিয়েছেন বিল কেইসিং। . বিল কেইসিং ছিলেন অ্যাপোলো রকেট ডিজাইন করা কম্পানী রকেটডাইন এর একজন প্রকৌশলী ও পর্যবেক্ষক। চন্দ্রাভিজানের উপর তার লেখা আলোচিত একটি বই হলো “উই নেভার ওয়েন্ট টু দি মুন” ষাট এর দশকে নাসাতে কর্মরত থাকা মহাকাশচারী ও অ্যাপোলো মিশন এর বৈজ্ঞানিক পরামর্শদাতা ব্রাইয়ান ওলেরিও এই মিশনকে শতভাগ সত্য হিসেবে অভিহিত করেন নি। . তার মতে অ্যাপোলো ১১ মহাকাশযানটি আট দিন পৃথিবীর কক্ষপথে ঘুরে তা আবার পৃথিবীতে ফিরে আসে। . বিভিন্ন বিশেষজ্ঞ