Posts

Showing posts from July 25, 2016

যেভাবে এল প্রিজমা অ্যাপ!!

Image
মাত্র মাস তিনেক আগে ২৫ বছর বয়সী আলেক্সি মসিনকভ রাশিয়ার ইন্টারনেট জায়ান্ট মেইল ডটআরউইতে কাজ করছিলেন। তাঁর মাথায় একটি অ্যাপ তৈরির ধারণা আসে, যাতে একবার স্পর্শেই ছবিকে স্টাইলিশ করে তোলা যায়। তিনি চাইছিলেন, তাঁর অ্যাপ যেন অন্যান্য ফটো সম্পাদনার অ্যাপের মতো না হয়; বরং এটি যেন ডিপ লার্নিং নামের কৃত্রিম বুদ্ধিমত্তা ব্যবহার করে মূল ছবি থেকে পৃথক আরেকটি ছবি বানিয়ে দিতে পারে। ওপেন সোর্স কোড ব্যবহার করে মসিনকভ ও তাঁর সহকর্মীরা মিলে অ্যাপটি তৈরি করলেন, যাতে সেকেন্ডের মধ্যেই একটি আর্টওয়ার্ক বা শিল্পকর্ম হিসেবে ফুটিয়ে তুলতে পারে। মসিনকভ বলেন, ‘ধারণা হিসেবে শুরু হয়েছিল। বড় কোনো ব্যবসা পরিকল্পনা ছিল না। আমরা শুধু চেয়েছিলাম, মানুষ যাতে এটি ব্যবহার করে সুন্দর ছবি তৈরি করতে পারে।’ অ্যাপ তৈরির দুই মাস পরই মসিনকভকে চাকরি ছেড়ে এই অ্যাপের পেছনে সময় দিতে হয়। সেই সঙ্গে অ্যাপটিও দারুণ সাড়া ফেলে। শুরুতে আইওএস সংস্করণের জন্য এটি উন্মুক্ত করা হলে মাত্র পাঁচ সপ্তাহে এটি এক কোটি বার ডাউনঅনলাইন। ৫৪টি দেশে ফটো অ্যান্ড ভিডিও অ্যাপ চার্টে শীর্ষে চলে আসে অ্যাপটি। এ ছাড়া ১২টি দেশে ১ নম্বর অ্যাপ হিসেবে

ফ্রি ওয়াইফাই কি ব্যবহার করা উচিত?

Image
  পাবলিক ওয়াইফাইয়ের মাধ্যমে বিনামূল্যে ইন্টারনেট পাওয়া গেলেও তা ব্যবহারের আগে আপনার ডিভাইসের নিরাপত্তার বিষয়টি সবার আগে জেনে নেওয়া উচিত। . এজন্য মনে রাখতে হবে বিমান বন্দর, রেল স্টেশন কিংবা অন্য যে কোনো স্থানে ওয়াইফাই ইন্টারনেট ব্যবহার করা হলে সেখান থেকে হ্যাকাররা আপনার অনলাইন কার্যক্রমের ওপর নজরদারি করতে পারে। এ কারণে আপনার উচিত হবে গুরুত্বপূর্ণ ওয়েবসাইটে প্রবেশ না করা। . অর্থাৎ সাধারণ ওয়েবসাইটে প্রবেশ করলেও সেখান থেকে আপনার গুরুত্বপূর্ণ তথ্য যেন প্রকাশিত না হয়। তাই পাবলিক ওয়াইফাইতে পাসওয়ার্ড দেওয়া এড়িয়ে যেতে হবে। যে সাইটে ঢোকার জন্য ইউজারনেম ও পাসওয়ার্ড ব্যবহার করা হয় সেগুলো ব্যবহার না করাই ভালো। ব্যাংকের অ্যাকাউন্ট কিংবা গুরুত্বপূর্ণ মেইল অ্যাকাউন্টও ওপেন করা উচিত নয়। ধন্যবাদ

দারুন খবর ফেসবুকে বন্ধু সংখ্যা ২০০০ ছাড়ালেই ইউরোপ ভ্রমণে ছাড়!

Image
কেমন আছেন সবাই? ফেসবুক তো ব্যবহার করেন কিন্তু ফেসবুক দিচ্ছে দারুন একটি সু-খবর যা মাথা নষ্টকারার মত। ইউরোপে ছুটি কাটানোর পরিকল্পনা করছেন? তার আগে আপনার ফেসবুকে ফ্রেন্ডলিস্ট চেক করে নিন। ফেসবুকের বন্ধুদের খাতিরেই ইউরোপ ভ্রমণে পেয়ে যেতে পারেন বিরাট ছাড়। স্টকহোমের বিলাসবহুল হোটেল নরডিয়াক লাইট এই ‘থ্যাংস গিভিং ডে’ উপলক্ষে এমন অফার দিয়েছে। ফেসবুকে আপনার বন্ধুর সংখ্যা, ফলোয়ার, লাইক পাইয়ে দেবে বড়সড়ো ডিসকাউন্ট। এমনকি সাত দিন পর্যন্ত এই হোটেলে কাটানোর সুযোগ মিলতে পারে একেবারে বিনা মূল্যে। হোটেল নরডিয়াক লাইট জানিয়েছে, ফেসবুকে বন্ধুর সংখ্যা ২০০০ ছাড়ালেই সাত রাত পর্যন্ত বিনা মূল্যে এই হোটেলে থাকতে পারবে যে কেউ। সাধারণভাবে বিলাসবহুল এই হোটেলে এক রাত থাকার খরচ ২৩০ পাউন্ড। ইনস্টাগ্রামে এক লাখ ফলোয়ার বা ফেসবুক পেজে সমান সংখ্যক লাইক থাকলেও বিনা মূল্যে ঘর পেয়ে যাবেন এখানে। যারা সোশ্যাল মিডিয়ায় অতটা জনপ্রিয় নন, তাঁদেরও হতাশ হওয়ার কিছু নেই। ফেসবুকে ৫০০ বন্ধু থাকলেই নরডিয়াক লাইটে ঘর ভাড়ায় পেয়ে যাবেন ৫% ছাড়, এক হাজার বন্ধু থাকলে ১০% ছাড়, বন্ধু সংখ্যা এক হাজার ৫০০ হলেই ছাড় হবে ১৫% আর

শর্টকাট ভাইরাস থেকে মুক্ত হতে যা করবেন না দেখলে মিস

Image
কেমন আছেন সবাই? আজ একিবারে নতুন একটা টিপস নিয়ে হাজির হয়েছি। হঠাৎ করে দেখলেন কম্পিউটার শর্টকাট ফাইল- ফোল্ডারে ভরে গেছে। বারবার ডিলিট করেও এ থেকে মুক্তি মিলছে ন হুটহাট অনেক ফাইল- ফোল্ডার হারিয়েও যাচ্ছে। ইদানীং এই সমস্যায় প্রায় সবাই পড়ছেন। এটি কোনো ভাইরাস নয়। এ হলো VBS Script (ভিজুয়াল বেসিক স্ক্রিপ্ট)। এ যন্ত্রণা থেকে খুব সহজেই মুক্তি পেতে পারেন। নিচের ধাপগুলো অনুসরণ করুন। CMD ব্যবহার করে: ১. ওপেন CMD (Command Prompt – DOS) ২. নিচের কমান্ডটি হুবহু লিখুন attrib -h -s -r -a /s /d Name_drive:*.* এবার Name_drive লেখাটিতে যে ড্রাইভট ভাইরাসমুক্ত করতে চান সেটি লিখুন। যেমন: C ড্রাইভ ভাইরাসমুক্ত করতে চাইলে লিখুন attrib -h -s -r -a /s /d c:*.* ৩. এন্টার বাটন চাপুন ৪. এবার দেখবেন শর্টকাট ভাইরাস ফাইল ও ফোল্ডারগুলো স্বাভাবি হয়ে যাবে। এবার ওই ফাইল ও ফোল্ডারগুলো ডিলিট করে দিন। bat ব্যবহার করে: Bat ফাইল হলো নোটপ্যাডে লেখা এ ফাইল। এতে ডাবল ক্লিক করলেই চালু হয়ে যায়। ১. নোটপ্যাড ওপেন করুন। ২. নিচের কোডটি হুবহু কপি-পেস্ট করুন @echo off attrib -h -s -r -a /s /d Name_Drive:*.* attrib -h -s -r -a