Posts

Showing posts from July 18, 2016

Apple কে টেক্কা দিতে Google আনছে নিজস্ব স্মার্টফোন

Image
সার্চ জায়ান্ট আনতে যাচ্ছে এবার নিজস্ব ব্র্যান্ডের হ্র্যান্ডসেট সর্বাধুনিক প্রযুক্তির স্মার্টফোনের বাজারে অ্যাপলের একচেটিয়া ব্যবসাকে লক্ষ্যে নিয়ে। এ বছরের শেষ দিকে হ্যান্ডসেটটি বাজারে ছাড়ার সম্ভাবনা রয়েছে। উন্মুক্তের ব্যাপারে সার্চ জায়ান্ট মোবাইল অপারেটরদের সঙ্গে বৈঠকও করেছে। আন্তর্জাতিক সংবাদমাধ্যম গুলো খবর প্রকাশ করেছে এমন সব তথ্য দিয়ে। বিশেষত ইন্টারনেটে সফটওয়্যারের জন্য গুগল বিশ্বব্যাপী পরিচিত। এছাড়াও তথ্যপ্রযুক্তি অঙ্গনে বিশেষ অবদান রাখতে গত কয়েক বছরে ট্যাবলেট, ল্যাপটপ সহ বিভিন্ন ধরনের প্রযুক্তিপণ্য তৈরির মধ্য দিয়ে নিজস্ব হার্ডওয়্যার তৈরির পদক্ষেপ নেয় গুগল। সঙ্গে অ্যান্ড্রয়েড অপারেটিং সিস্টেমের ধারাবাহিক উন্নয়ন কার্যক্রমতো অব্যাহত রয়েছে। বাজার বিশ্লেষকদের মতে, বিশ্বের ৮০ শতাংশ হ্যান্ডসেট চলে গুগল অপারেটিংয়ে। এছাড়া এলজি, হুয়াওয়ের সাথে অংশীদারিত্বের ভিত্তিতে তৈরি হচ্ছে গুগল নেক্সাস ব্র্যান্ডের স্মার্টফোন। গুগলের সিইও সুন্দর পিচাই বলেছেন যে, হার্ডওয়্যার কোম্পানিগুলোকে সঙ্গে নিয়ে কাজ করার পরিকল্পনা আছে আমাদের। এর ফলে মোবাইল ফোনের বাজার পরিচালনা যেমন সহজ হবে

GP আবারো চালু করল বন্ধ সিমের অফার ৫ টাকায় 500MB

Image
GP আবারো চালু করল বন্ধ সিমের অফার ৫ টাকায় 500MB । আপনার সিমটি অফারের আওতায় অছে কি না জানতে BHK স্পেস দিয়ে মোবাইল নাম্বার লিখে পাঠিয়ে দিন 9999 এই নম্বরে । আর যদি অফরের আয়োতায় থাকেন তাহলে ডায়েল করুন *111*90# আর পেয়ে যাবেন ৫ টাকায় 500MB । আরো অনেক অফার ও বিভিন্ন Tips পেতে ভিজিট করুন

প্যাটার্ন লক বা পার্সওয়ার্ড ভুলে গেছেন? no problem, নিয়ে নিন সমাধান…

Image
প্যাটার্ন লক ভুলে গেলেও এই পদ্ধতিতে আপনি খুলতে পারবেন-  . ♥♥♥…১) প্রথমে আপনার ফোনটি সুইচ অফ করুন। . ♥♥♥…২) এবার একইসঙ্গে ফোনের ভলিউম বাটন, পাওয়ার বাটন এবং হোমস্ক্রিন বাটন প্রেস করুন। . ♥♥♥…৩) এবার আপনি স্ক্রিনে ৫টি অপশন দেখতে পাবেন। i) Reboot data. ii) Wipe data/factory reset. iii) Install update. iv) Power down. v) Advance option. . ♥♥♥…৪) এবার এই ৫টি অপশনের মধ্যে Wipe data/factory reset অপশনটি সিলেক্ট করুন। তারপর yes প্রেস করুন। তবে yes সিলেক্ট করার আগে মনে রাখবেন আপনার ফোনের আগেকার সমস্ত ডেটা কিন্তু মুছে যাবে। তাই সবসময় ব্যাক-আপ নিয়ে রাখবেন, যাতে এরকম পরিস্থিতিতে পড়লে আপনার গুরুত্বপূর্ণ কোনও তথ্য হারিয়ে না যায়। . ♥♥♥…৫) এবার আপনার ফোনটি নিজে থেকেই রিস্টার্ট হয়ে যাবে। রিস্টার্ট হওয়ার পর আপনি আপনার ফোন আবার আগের মতো ব্যবহার করতে পারবেন। এবং নতুন প্যাটার্ন লক দিতে পারবেন। আজ এ প্রর্যন্তই। আগামীতে আরো কিছু নতুন ট্রিকস নিয়ে হাজির হবো আপনাদের মাঝে। ধন্যবাদ

FARCRY new

It's a nice Game. I like this game

CALL OF DUTY new

অবিশ্বাস্য ! IELTS-এ মাত্র ৫ পেলেই Australia-তে apply করার সুবর্ণ সুযোগ !!

Australia পড়তে চান? কিন্তু মনে করছেন যে allowed হবেন কিনা? দুশ্চিন্তার কারন নেই। Australia-র নতুন Rules-এর আওতায় Bangladesh থেকে Student Visa পাওয়া এখন সবচেয়ে easy! IELTS-এ মাত্র 5 score করেই আপনি ভর্তি হতে পারবেন Australian best university গুলোতে। আর best university-তে chance পাওয়া মানেই Visa পাওয়ার বেশি সুযোগ। Rules আবার পরিবর্তন হওয়ার আগেই apply করে ফেলুন। যোগাযোগ করুনঃ 01978855505, 01717665556 ঠিকানাঃ 8/2 Gaus Nagar, New Eskaton, Ramna, Dhaka-1000 https:// 67.media.tumblr. com/ 4a9f8855b053fc8f 7a6109d4468f9f3 1/ tumblr_oa6x9eDWE W1va6jtto1_540. gif

☞ এন্ড্রয়েড ফোনের খুব গুরুত্বপূর্ণ গোপন কোডগুলো জেনে নিন এখনি এবং ঘরে বসেই ঠিক করুন মোবাইল !

Image
আশা করি, সবাই ভাল আছেন এবং আগামীতেও যেন সব সময় ভালো থাকেন তার জন্য  রইল শুভ কামনা।  খুবই দরকারি কিছু সুরক্ষা কোড যা আপনাকে এ্যান্ড্রয়ের বিষয়ে আরও পারদর্শি করে তুলবে। মেবি এগুলো আপনাদের সবার দরকার।তাহলে নিচ থেকে দেখে নিন এই অসাম কোড গুলো।• Reset Phone – *2767*3855#• IMEI Code Information – *#06#• Lock Status – *#7465625#• Battery & Phone Information – *#*#4636#*#*• FTA Version – *#*#1111#*#*• Touch Screen Code – *#*#2664#*#*• Vibrate & Backlight Test – *#*#0842#*#*• Hardwar & Software Diteilas *#12580*369#• Diagnostic Configure – *#9090#• Dump Sistemo Mode – *#9900#• Camera information – *#*#34971539#*#*• Factory Hard Reset – *#*#7780#*#*• Data Cabol Control – *#872564#• GPS Test – *#*#1472365#*#*• WiFi MAC Address – *#*#232338#*#*• Bluetooth Device Info – *#*#232337#*#*• Ram Version – *#*#3264#*#*• Touch Screen Version – *#*#2663#*#*• Display Taste – *#*#0#*#*• Packets lupha Test – *#*#0283#*#*আজকের টিউন এ পর্যন্তই, পরে আবার নতুন কিছু নিয়ে হাজির হবো। টা টা বা

আপনি কি জানেন কোকা-কোলার ২০টি ব্যতিক্রমী ব্যবহার ! না জানলে জেনে নিন।

Image
 আমরাতো কোকা- কোলা পান করি কিন্তু এই কোকা- কোলার ২০টি ব্যাতিক্রমী ব্যবহার আছে যা জানলে আপনিও ব্যবহার করতে থাকবেন। কোকা-কোলা মানব দেহের জন্য অনেক ক্ষতিকর। যারা প্রতিনিয়ত কোকা-কোলা পান করেন তাদের পাকস্থলি নিশ্চিত খারাপ হবেই। আবার আমরা কোন বিয়ে বা অন্যকোন অনুষ্ঠানে দাওয়াত খেতে গেলে খাওয়ার পর কোকা-কোলা দেওয়া হয়। কেন দেওয়া হয় জানেন? কারণ আপনার খাবার জেন দ্রুত হজম হয়ে যায়। কিন্তু এই পানিও যে কতটা ক্ষতিকর তা বললে বিশ্বাস করবেন না। তো যাই হক আজকে আমি কোন ক্ষতির কথা বলব না, শুধু বলব এর দারুন ব্যবহার সম্পর্কে। চলুন আজকে জেনে নেই এর দারুন ব্যবহার সম্পর্কে। ১. কাপড় থেকে তেলের দাগ উঠিয়ে ফেলে ২. মরিচা দূর করতে পারে, মরচে পড়ে শক্ত হয়ে এঁটে থাকা নাট-বল্টু ঢিলা করে দেয় ৩. কাপড় থেকে রক্তের দাগ উঠিয়ে ফেলতে পারে ৪. মেঝে থেকে তেলের দাগ উঠিয়ে ফেলতে পারে ৫. এর মাঝে থাকা অ্যাসিড মেরে ফেলতে পারে বাগানে উপদ্রব করা শামুক জাতীয় প্রাণী ৬. পুড়ে যাওয়া হাঁড়ি-পাতিল থেকে পোড়া দাগ উঠিয়ে ফেলতে পারে ৭. চায়ের কেটলি থেকে পুরনো দাগ তুলে ফেলতে পারে ৮. গাড়ির ব্যাটারির টার্মিনালে পড়া শক্ত ময়লা তুলে ফেলতে পা

এক্সেলের কিছু সূত্র জেনে নিন কাজে আসবে

কম্পিউটারে অনেকে কাজ করেন। বিশেষ করে, যারা এক্সেল ব্যবহার করেন তাদের আজ কিছু মজার বিষয় জানাচ্ছি। অবশ্য কোন কোন সময় এই বিষয়গুলো হঠাৎই কাজে লেগে যাবে, বা প্রয়োজন হতে পারে। কিছু মজার মজার ফাংশন যেমন- গসাগু নির্ণয়, লসাগু নির্ণয়, বর্গমূল নির্ণয়, দিন-তারিখ ইত্যাদি ইত্যাদি নির্ণয়ের ফর্মুলা শেয়ার করা হল যা আপনার বিভিন্ন কাজে আসবে বলে আমি মনে করি। সুত্র গুলি নিম্ন রুপ- দুটি, তিনটি কিংবা একাধিক সংখ্যার গসাগু নির্ণয় করতে চাইলে GCD ফাংশন ব্যবহার করে সহজে গসাগু বের করতে পারি। Syntax: =GCD(4,16,64) উত্তর- 4 দুটি, তিনটি কিংবা একাধিক সংখ্যার লসাগু নির্ণয় করতে চাইলে LCM ফাংশন ব্যবহার করে সহজে লসাগু বের করতে পারি। Syntax: =LCM(24,36) উত্তর – 72 কোন সংখ্যার বর্গমূল নির্ণয় করতে চাইলে SQRT ফর্মুলা ব্যবহার করে সহজে বর্গমূল নির্ণয় করতে পারি। কিন্তু Number এর মান অবশ্যই ধনাত্নক হতে হবে। Syntax: =SQRT(81) উত্তর – 9 কোন সংখ্যার বর্গ বা ঘাত নির্ণয় করতে Power ফর্মুলা টি ব্যবহার করা হয়। Syntax- =POWER(5,2) এখানে 5 হচ্ছে সংখ্যা এবং 2 হচ্ছে ঘাত। উক্ত সিনট্যাক্স টির উত্তর হবে 25. ROUND আসন্ন মান অর্থাৎ ম

সময়মতো ওষুধ দেবে ‘পিলো’

Image
পিল ডিসপেন্সার নামে একটা যন্ত্র আছে। এতে আলাদা আলাদা ঘরে ওষুধ জমা রাখতে হয়, যখন যার দরকার সেখান থেকে প্রয়োজনীয় ওষুধ বের করে নেয় তারা। কোনো কোনো প্রতিষ্ঠান আরেক ধাপ এগিয়ে বোতাম চেপে দরকারি ওষুধ বের করার সুবিধা যোগ করেছে পিল ডিসপেন্সারে। তবে সেসব দিন যেন পুরোনো প্রমাণ করতেই ‘পিলো’ নামের ঘরোয়া স্বাস্থ্যসেবাদাতা এক রোবট বানিয়েছে একই নামের প্রতিষ্ঠান। . পিলো নড়েচড়ে না বটে, তবে তার একজোড়া ‘ভয়ংকর’ চোখ সারাক্ষণ এদিক-ওদিক ঘুরতে থাকে। ওই চোখ দুটি আসলে দুটি ক্যামেরা। মানুষের চেহারা চেনার প্রযুক্তি আছে তাতে। আলাদা আলাদা মানুষ চেনার পর কার জন্য কোন ওষুধ নির্দিষ্ট সময়ে লাগবে, তা নিজ থেকেই বের করে নিচে রাখা পাত্রে ফেলে পিলো। আর ওষুধ নিতে ভুলে গেলে? তা-ও মনে করিয়ে দেবে এই রোবট। . চিকিৎসকের ভূমিকাতে কাজ করে পিলো। আপনার প্রশ্নের উত্তর দেবে, স্মার্টফোন ও স্মার্টঘড়ির সঙ্গে মিলিয়ে তথ্য আদান-প্রদান করতে পারে। প্রয়োজন পড়লে বিশেষজ্ঞ ডাক্তারের সঙ্গে ভিডিও কলের ব্যবস্থা করে দেয় এটি। টেবিলের ওপর বসে থাকা ছোট্ট এক রোবটে এত সব সুবিধা পেতে কার না ভালো লাগে! . এত সব সুবিধার পিলো এখনো বাজারজাত করা শুরু হয়নি

আপনার ফোনে OTG সাপোর্ট করে কিন্তু আপনি এটা সম্পর্কে কিছুই জানেন না।এটার কাজ কি দেখুন

OTG এর বিস্তারিত; ;   OTG কি ?  OTG সব্দের পূর্ণ রুপ হল “On The Go”. দুটি OTG সাপোর্টেড ডিভাইসের একটিকে আরেকটির সাথে যুক্ত করে আপনি অনেক ধরণের কাজ করতে পারবেন। যেমন আমরা সাধারণত পিসিকে ইউএসবি হোস্ট হিসেবে ব্যবহার করে এর সাথে বিভিন্ন ফ্ল্যাশ ড্রাইভ, স্মার্টফোন ইত্যাদি কানেক্ট করে থাকি। সময়ের সাথে সাথে OTG সাপোর্টেড ডিভাইসের সংখ্যা বাড়ছে। মূলত সেই কারণেই এখন অনেক কাজ পিসি ছাড়াই করা যায়। যেমন OTG সাপোর্ট থাকার কারণে আপনি পিসি ছাড়াই আপনার ক্যামেরার ফটোগুলো খুব সহজে প্রিন্টারে পাঠাতে পারবেন। এছাড়া কী- বোর্ড সহ অন্যান্য ইউএসবি স্টিক এখন খুব সহজেই স্মার্টফোনের সাথে যুক্ত করা যায়। যেহেতু এই OTG সুবিধাটির প্রয়োজনীয়তা অনেক, তাই ডিভাইস কেনার সময় ডিভাইস স্পেকস দেখে আপনি নিশ্চিত হয়ে নিতে পারেন যে ডিভাইসটিতে OTG সাপোর্ট আছে কিনা। কিভাবে OTG ব্যবহার করবেন?  হার্ডওয়্যার এর উপর ভিত্তি করে OTG এর বিভিন্ন ব্যবহার রয়েছে। যেমন স্মার্টফোন এবং ট্যাবলেটের ক্ষেত্রে OTG সাপোর্ট থাকলে আপনি আপনার ডিভাইসের সাথে কী-বোর্ড,মাউস,হার্ডড্রাইভ এবং ফ্ল্যাশ ড্রাইভ ইত্যাদি যুক্ত করতে পারবেন। কিন্তু কথা হল সব স্মার্টফোন বা ট

Youtube থেকে টাকা আয়ের সহজ উপায় মাসে ২০০$ থেকে ১০০০$ .। চেষ্টা করলে ১০০% সবাই পারবেন ।

Image
অনলাইনে আয়ের হাজার হাজার পদ্ধতির মধ্যে একটি পদ্ধতি আছে যা অনেকেরই জানা নাই। আর তা হল- ইউটিউব ভিডিও এর মাধ্যমে আয়। বিশ্বের সবচেয়ে বড় ভিডিও শেয়ারিং সাইট ইউটিউব থেকেও আপনি আয় করতে পারবেন অনেক বড় অংকের টাকা। Bangladesh এ এমন অনেকেই আছে যারা মাসে ১০০০$ আয় করছেন । ইউটিউবে প্রথম দিকে কিছু কাজ করা লাগে তারপর ভিডিওগুল যখন ভিউ পাওয়া শুরু করবে তখন নাকে তেল দিয়ে ঘুমাবেন আর  $ পেতে থাকবেন  । নিচের লেখা পরে কিভাবে কাজ করতে হয় টার ধারনা পাবেন  । আপনাদের জন্য ভিডিও টিউটরিয়াল বানানো হয়েছে । মাত্র কয়েকটি ভিডিও দেখলে আপনে আয় শুরু করতে পারবেন । ভিডিওতে খুব সহজভাবে বুঝিয়ে দেওয়া হয়েছে । কাজ করলে ১০০% সবাই আয় করতে পারবেন । নিম্নে কয়েকটা পদ্ধতি আলোচনা করা হল- সুন্দর একটা YouTube Channel Name তৈরী করুনঃ প্রথমে ইউটিউব এ গিয়ে একটা ফ্রি রেজিষ্ট্রেশন করুন। একাউন্ট তৈরী করার সময় যেকোন নাম না দিয়ে এমন নাম দেন যার সার্চ বেশী, যে নাম যে কেউ মনে রাখতে পারবে। ভিডিও তৈরী- ভিডিও তৈরীর জন্য আসলে দুইটি পথ অবলম্বন করা যেতে পারে। প্রথমটা হল- ভিডিও ক্যামেরা দিয়ে ভিডিও তৈরি করা। আপনার যদ

৯০ বছর পর বারমুডা ট্রাইঅ্যাঙ্গলে হারানো জাহাজ ফিরেছে একা ! একরাশ রহস্য

Image
প্রায় ন’দশক আগে হারিয়ে গিয়েছিল একটি জাহাজ। ১৯২৫ সালের ডিসেম্বরে হারিয়ে গিয়েছিল ‘এসএস কোটোপ্যাক্সি’। মনে করা হয়েছিল, বারমুডা ট্রাইঅ্যাঙ্গলে জাহাজটি হারিয়েছে। দিনদুয়েক আগে কিউবার কোস্ট গার্ড ঘোষণা করেছে, তাদের রাডারে একটি জাহাজ ধরা পড়েছে। সেটি ক্রমশ স্রোতে ভেসে কিউবার দিকেই আসছে। এ-ও জানানো হয়েছে যে, জাহাজটিকে কোনও মানুষ নেই। জাহাজটির নাম? ‘‘এসএস কোটোপ্যাক্সি’’! গত ১৬ মে হাভানার পশ্চিমে প্রথমবারের জন্য জাহাজটি সর্বপ্রথম নজরে আসে কিউবার কোস্ট গার্ডের। জাহাজের সঙ্গে যোগাযোগ স্থাপনের জন্য বিস্তর চেষ্টা করা হয়েছিল। এর পরে আরও কাছাকাছি এলে জাহাজটির কাছে যান কিউবার কোস্ট গার্ডের জওয়ানরা। জাহাজে তাঁরা কোনও মানুষের খোঁজ পাননি। শুধু তা-ই নয়, জাহাজটির নাম দেখে চমকে ওঠেন তাঁরা।জাহাজটি থেকে ক্যাপ্টেনের লগবুক পাওয়া গিয়েছে। কিন্তু তাতে গত প্রায় ৯০ বছর ধরে জাহাজটি কোথায় ছিল, তার কোনও হদিশ মেলেনি। ছবি- নাইজেরিয়া টু-ডে ১৯২৫ সালের ২৯ নভেম্বর দক্ষিণ ক্যারোলিনার চার্লস্টন থেকে এসএস কোটোপ্যাক্সি হাভানার দিকে রওনা দিয়েছিল। ক্যাপ্টেন ডব্লিউ ডে মেয়ারের নেতৃত্বে ৩২ জন ক্রু ছিলেন তাতে। জাহাজে ছিল ২৩৪০ টন